জয়পুরহাটের ক্ষেতলালের রসুলপুর গ্রামের গর্ভবতী স্ত্রী লাইলী বেগমকে হত্যা দায়ে স্বামী জুয়েলের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। একইসঙ্গে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে ১২টায় অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২য় আদালতের বিচারক মো: আব্বাস উদ্দীন এ রায় দেন।
মামলার বিবরণে জানা যায়, ২০০৭ খ্রিষ্টাব্দের ২৩ জুলাই রাতে জুয়েল তার ৭ মাসের গর্ভবতী স্ত্রী লাইলী বেগমকে যৌতুকের দাবিতে মারধর করলে ঘটনাস্থলেই লাইলী নিহত হন।
ঘটনাটি ধামাচাপা দিতে তার স্ত্রী আত্মহত্যা করেছে বলে জুয়েল প্রচার করতে থাকে। এতে সন্দেহ হলে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। বিষয়টি বুঝতে পেরে জুয়েল কৌশলে পালিয়ে যায়।
পর দিন নিহতের বড় বোন রাবেয়া খাতুন ২০০৭ খ্রিষ্টাব্দের ২৪ জুলাই ক্ষেতলাল থানায় এ হত্যা মামলা দায়ের করেছিলেন।
হত্যাকাণ্ডে সংশ্লিষ্টতা না পওয়ায় মামলার অপর দুই আসামি লিলি বেগম ও আবদুল জলিলকে খালাস দিয়েছে আদালত।