গাঁজা দিয়ে বানানো চকলেট খেয়ে ৬০টির বেশি শিশু অসুস্থ হয়ে পড়ে। তারা অস্বাভাবিক আচরণ করতে থাকে। অনেকে বমি করে দেয়। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়। এমন ঘটনা ঘটেছে ক্যারিবিয়ান দেশ জামাইকায়। মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া পোস্টে এ তথ্য নিশ্চিত করেছে দেশটির শিক্ষা মন্ত্রণালয়। এতে বলা হয়, রংধনু রঙের চকলেট খেয়ে প্রাথমিক বিদ্যালয়ের ৬০টির বেশি শিশু বমি করতে থাকে। পরে তারা অসুস্থ হয়ে পড়ে। খবর রয়টার্স।
সেই চকলেটের প্যাকেটের ছবি দিয়ে জামাইকার শিক্ষামন্ত্রী ফেভাল উইলিয়ামস এক্সে দেয়া এক পোস্টে লেখেন, প্রতিটি চকলেটে একশো মিলিগ্রাম টিএইচসি ছিল। যা একজন পূর্ণবয়স্ক গাঁজায় অভ্যস্ত ব্যক্তির জন্যে যথেষ্ট। শিশুদের কাছে গাঁজা দিয়ে বানানো এসব পণ্যের অযৌক্তিক বিক্রয়ের বিরুদ্ধে লড়াই করার জন্য আমাদের নিরাপত্তা এবং সুরক্ষা ব্যবস্থাকে আমরা শক্তিশালী করতে কাজ করব।
এর আগে সোমবার উইলিয়ামস বলেন, দ্রুত সুস্থ হওয়ার জন্য কিছু শিশুর শিরায় ওষুধ প্রয়োগ করা হয়েছে। ধর্মীয়, চিকিৎসা ও বৈজ্ঞানিক কারণে জামাইকায় একজন প্রাপ্ত বয়স্ক ব্যক্তি বৈধভাবে দুই আউন্স পর্যন্ত গাঁজা রাখতে পারেন। ২০১৫ সালে দেশটিতে এই আইন করা হয়।