দৈনিকশিক্ষাডটকম ডেস্ক : টানা প্রায় তিন মাস ধরে ফিলিস্তিনের গাজায় নির্বিচারে হামলা চালাচ্ছে ইসরায়েল। এই হামলায় সরাসরি ইসরায়েলের পক্ষে অবস্থান নিয়েছে যুক্তরাষ্ট্র। এমনকি যুদ্ধবিরতির বিরোধীতাও করে গাজায় আগ্রাসন চালাতে ইসরায়েলে দ্রুত অস্ত্র সরবরাহ করার পাশাপাশি দেশটি বিমানবাহী রণতরী পাঠিয়েছে।
অথচ গাজায় গণহত্যা, শিশু হত্যা, সাংবাদিক হত্যার মতো যুদ্ধাপরাধেও নীরব যুক্তরাষ্ট্র। এই পরিপ্রেক্ষিতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের গাজা নীতির প্রতিবাদে পদত্যাগ করেছেন তার প্রশাসনের একজন জ্যেষ্ঠ শিক্ষা কর্মকর্তা।
বৃহস্পতিবার (৪ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট জো বাইডেনের গাজায় সংঘাত পরিচালনার কথা উল্লেখ করে মার্কিন শিক্ষা বিভাগের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বুধবার পদত্যাগ করেছেন। গাজায় চলমান যুদ্ধে নিহতের সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে মার্কিন প্রশাসনে ভিন্নমতের ব্যক্তিদের সরে যাওয়ার ঘটনাও ঘটছে।
বুধবার পদত্যাগ করা ওই জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তার নাম তারিক হাবাশ। তিনি মার্কিন শিক্ষা বিভাগের পরিকল্পনা, মূল্যায়ন ও নীতি উন্নয়নের অফিসের বিশেষ সহকারী পদে ছিলেন। বুধবার শিক্ষামন্ত্রী মিগুয়েল কার্ডোনাকে লেখা এক চিঠিতে তারিক হাবাশ বলেন, ‘এই (বাইডেন) প্রশাসন যখন নিরীহ ফিলিস্তিনিদের ওপর সংঘটিত নৃশংসতার বিষয়ে চোখ বন্ধ করেছে তখন আমি নীরব থাকতে পারি না। নেতৃস্থানীয় মানবাধিকার বিশেষজ্ঞরা গাজায় আগ্রাসনকে ইসরায়েলি সরকারের গণহত্যামূলক অভিযান বলে অভিহিত করেছেন।’
তারিক হাবাশ একজন ফিলিস্তিনি-আমেরিকান এবং ছাত্র ঋণ বিষয়ক বিশেষজ্ঞ। ২০২১ খ্রিষ্টাব্দে জো বাইডেন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর প্রথম দিকেই তাকে মার্কিন শিক্ষা বিভাগে নিয়োগ করা হয়েছিল।
এদিকে বাইডেনের গাজা নীতি তাকে নির্বাচনী চ্যালেঞ্জেও ফেলছে। বুধবার বাইডেনের নির্বাচনী প্রচারণায় যুক্ত ১৭ জন কর্মী একটি বেনামী চিঠিতে সতর্কতা জারি করে বলেছেন, গাজায় যুদ্ধ ইস্যুতে ভোটারদের হারাতে পারেন বাইডেন।
প্রসঙ্গত, ২০২৩ খ্রিষ্টাব্দের ৭ অক্টোবর থেকেই গাজায় ব্যাপক হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ভূখণ্ডটিতে ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনিদের সংখ্যা ২২ হাজার ছাড়িয়ে গেছে। নিহতদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। এছাড়া আহত হয়েছেন আরও ৫৭ হাজার মানুষ। ইসরায়েলের এই হামলা থেকে বাদ যাচ্ছে না গাজার কোনও অবকাঠামো। তারা মসজিদ, গির্জা, স্কুল, হাসপাতাল, শরণার্থী শিবিরসহ বেসামরিক মানুষের বাড়ি-ঘর সব জায়গায় হামলা চালিয়ে যাচ্ছে।