ফিলিস্তিনের গাজাসহ অন্যান্য স্থানে ইসরায়েলি দখলদার বাহিনীর সাম্প্রদায়িক বর্বরোচিত হামলায় ফিলিস্তিনি নাগরিকদের মৃত্যুতে রাষ্ট্রীয় শোক পালনের অংশ হিসেবে গতকাল শনিবার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) মূল ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতার জাতীয় পতাকা অর্ধনমিত করেন।
এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। একইসঙ্গে বাউবির সকল আঞ্চলিক ও উপ-আঞ্চলিক কেন্দ্রে জাতীয় পতাকা অর্ধনমিত করা হয়।
এ ছাড়া গতকাল বাদ জুমা নিহদের আত্মার শান্তি ও আহতদের সুস্থতার জন্য বাউবির গাজীপুর মূল ক্যাম্পাসে কেন্দ্রীয় জামে মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। বিশেষ দোয়া অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মহা. শফিকুল আলমসহ শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন।