গাজায় আবারও অবিলম্বে যুদ্ধবিরতি চেয়ে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, হামলা চালিয়ে ও অবরোধ দিয়ে ফিলিস্তিনিদের সম্মিলিতভাবে যে শাস্তি দেওয়া হচ্ছে তা আন্তর্জাতিক মানবাধিকার আইনের সুষ্পষ্ট লঙ্ঘন।
স্থানীয় সময় মঙ্গলবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অধিবেশনে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন। খবর দ্য গার্ডিয়ানের।
গুতেরেস বলেন, ইসরায়েলের নির্বিচার হামলায় চরম দুর্ভোগে পড়েছে গাজাবাসী। ফিলিস্তিনিদের চরম দুর্ভোগ দূর করতে, মানবিক সহায়তা সহজে ও নিরাপদে বিতরণ করতে এবং হামাসের হাতে আটক ব্যক্তিদের মুক্তি নিশ্চিত করতে অবিলম্বে মানবিক যুদ্ধবিরতির জন্য আমার আবেদন পুনর্ব্যক্ত করছি।
ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস ৭ অক্টোবর ইসরায়েলে যে হামলা চালিয়েছিল তা ‘শূন্য থেকে’ হয়নি বলে মন্তব্য করেন জাতিসংঘ মহাসচিব।
তিনি আরও বলেন, ‘গাজায় মানবিক আইনের যে সুস্পষ্ট লঙ্ঘন আমরা দেখতে পাচ্ছি, তা নিয়ে আমি গভীর উদ্বিগ্ন। আমি স্পষ্টভাবে বলছি, একটি সংঘাতে কোনো পক্ষই আন্তর্জাতিক মানবিক আইনের ঊর্ধ্বে নয়।’
এদিকে গুতেরেসের এসব মন্তব্যের পর তার পদত্যাগ দাবি করেছেন জাতিসংঘের ইসরায়েলের রাষ্ট্রদূত গিলার্ড এরডান।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) এক পোস্টে তিনি বলেন, ‘যারা ইসরায়েলের নাগরিকদের বিরুদ্ধে সংঘটিত সবচেয়ে ভয়ংকর কর্মকাণ্ডের পেছনে যুক্তি দেখাতে চান, তাদের সঙ্গে কথা বলার কোনো যৌক্তিকতা নেই। আমি অনতিবিলম্বে তার (গুতেরেস) পদত্যাগ দাবি করছি।’