রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনমুখী বিভিন্ন গান পরিবেশনের মাধ্যমে রবীন্দ্রজয়ন্তী উদযাপন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। সোমবার এ অনুষ্ঠানের আয়োজন করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংগীত বিভাগ।
রবীন্দ্রনাথ ঠাকুরের ‘ঐ মহামানব আসে’ গানটি সমবেত কন্ঠে গাওয়ার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরবর্তীতে রবীন্দ্রনাথ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা শেষে একে একে মোট ১৯টি রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনমুখী গান পরিবেশন করেন শিক্ষক শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে সংগীত বিভাগের সভাপতি চেয়ারম্যান ড. ঝুমুর আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো: ইমদাদুল হক।
উপাচার্য বলেন, বর্তমান সময়ে তরুণদের মাঝে রবীন্দ্রনাথকে ধারণের প্রবণতা কম। সংগীত বিভাগের এ ধরণের আয়োজনকে আমি সাধুবাদ জানাই। পরবর্তী সময়ে অনেক বড়ো পরিসরে জগন্নাথ বিশ্ববিদ্যায়েই রবীন্দ্রনাথ ও নজরুলের জন্মজয়ন্তী উদযাপনের ইচ্ছে আছে আমাদের। প্রয়োজনে অন্যান্য বিশ্ববিদ্যালয়কেও আমন্ত্রণ জানানো হবে।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দীন আহমেদসহ কলা অনুষদের ডিন, ছাত্র কল্যাণ পরিচালক, শিক্ষক সমিতির সভাপতি, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান ও শিক্ষক-শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।