বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশনের উদ্যোগে ‘কারিগরি ও মাদরাসা শিক্ষাপ্রতিষ্ঠানে গাইডিং সম্প্রসারণ’ বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে । শনিবার (২৯ জুন) সকালে রাজধানীর বেইলি রোডের গাইড হাউজ জাতীয় কার্যালয় মিলনায়তনে এ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব ড. ফরিদ উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন মাদরাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক হাবিবুর রহমান ও কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো. আজিজ তাহের খান।
অনুষ্ঠানে সভাপতি ও সঞ্চালকের দায়িত্বে ছিলেন বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশন জাতীয় কমিশনার ও প্রশিক্ষণ কমিশনার কাজী জেবুন্নেছা বেগম।
ফরিদ উদ্দিন আহমেদ বলেন, প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে কারিগরি ও মাদরাসা প্রধানদের গার্ল গাইডের শিক্ষা ও সেবামূলক কার্যক্রমে যুক্ত হয়ে বাংলাদেশকে এগিয়ে নিতে হবে।
অনুষ্ঠানে হাবিবুর রহমান বলেন, প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি গার্ল গাইডের প্রশিক্ষণমূলক কার্যক্রমের সঙ্গে মাদরাসার মেয়েরা যেনো অংশগ্রহণ করে নিজেদের স্বাবলম্বী করে তুলতে পারেন। আর এজন্য মাদরাসায় গার্ল গাইডের প্রশিক্ষণের ব্যবস্থা নেয়া হয়।
আজিজ তাহের খান বলেন, নারীদের দ্বারা পরিচালিত সেবামূলক প্রতিষ্ঠান এই গার্ল গাইড, যার মাধ্যমে নানা কর্মসূচি প্রণয়ন করে এই প্রতিষ্ঠানের সদস্যরা সমাজে যথেষ্ট অবদান রাখছেন।
এ সময় কাজী জেবুন্নেছা বেগম বলেন, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে গাইডিং কার্যক্রম সম্প্রসারণের জন্য কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ থেকে পৃথক পরিপত্র জারির জন্য সচিবের সহযোগিতা দরকার।
অনুষ্ঠান স্বাগত বক্তব্য দেন ডেপুটি জাতীয় কমিশনার সাবিনা ফেরদৌস। এ মতবিনিময় সভায় কারিগরি ও মাদরাসা শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক, গাইডার, ছাত্রছাত্রী, কমিশনার ও গাইড সদস্যসহ ৩০০ জন উপস্থিত ছিলেন।