খ্যাতিমান গীতিকার মাসুদ করিম এর মৃত্যুবার্ষিকী আজ। দেশ বিদেশের অনেক খ্যাতিমান সুরকাররা তার রচিত গানে সুর দিয়েছেন এবং বিখ্যাত সংগীতশিল্পীরা গানে কণ্ঠ দিয়েছেন। সংগীতে অবদানের জন্য দুইবার শ্রেষ্ঠ গীতিকার বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন।
মাসুদ করিম ১৯৩৬ খ্রিষ্টাব্দের ১৭ ফেব্রুয়ারি কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার দুর্গাপুর কাজীপাড়ায় জন্মগ্রহণ করেন। তার বাবা রেজাউল করিম একজন সরকারি কর্মকর্তা এবং মা নাহার ছিলেন গৃহিনী। তিনি ঢাকা ও চট্টগ্রাম বেতারে প্রোগ্রাম অফিসার হিসেবে কর্মজীবন শুরু করেন। কয়েক বছর পরে তিনি ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের সেক্রেটারি হিসেবে যোগ দান করেন। ১৯৬০ খ্রিষ্টাব্দ থেকে তিনি বাংলাদেশ বেতার ও টেলিভিশনের জন্য গীত রচনা শুরু করেন। তবে ষাট, সত্তর ও আশির দশকে চলচ্চিত্রের গান রচনা করে তিনি খ্যাতি লাভ করেন।
মাসুদ করিম ১৯৬৫ খ্রিষ্টাব্দে সংগীত শিল্পী দিলারা আলোকে বিয়ে করেন। ষাট ও সত্তরের দশকে তিনি বাংলাদেশ বেতার ও টেলিভিশনে সংগীত পরিবেশন করতেন।
১৯৯৫ খ্রিষ্টাব্দের সেপ্টেম্বর মাসে নর্থ আমেরিকান লেবার ডে লং উইক এন্ড এ ডাউন টাউন মন্ট্রিয়ালের শেরাটন হোটেলে ফেডারেশন অব বাংলাদেশি এসোসিয়েশন ইন নর্থ আমেরিকার ৩ দিনব্যাপি বাৎসরিক সম্মেলন ফোবানা চলাকালে তার হার্ট অ্যাটাক হয়। মন্ট্রিয়ালে চিকিৎসা চলাকালীন তার দুরারোগ্য ক্যান্সার ধরা পড়ে। ১৯৯৬ খ্রিষ্টাব্দের এই দিনে তিনি কানাডার মন্ট্রিয়লে মৃত্যুবরণ করেন।