গুচ্ছের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ, আসন প্রতি লড়বেন ১৩ শিক্ষার্থী

আমাদের বার্তা, জবি |

আমাদের বার্তা, জবি: চতুর্থবারের মতো চব্বিশটি সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি  বিশ্ববিদ্যালয়ের সমন্বিত গুচ্ছ ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে আজ শনিবার। ‘এ’ ইউনিটের (বিজ্ঞান) পরীক্ষার মাধ্যমে শুরু হবে এবারের গুচ্ছ পরীক্ষা। এতে প্রতি সিটের বিপরীতে লড়বেন ১৩ জন শিক্ষার্থী।

গুচ্ছ ভর্তি পরীক্ষা কমিটি সূত্রে জানা যায়, এবছর বিজ্ঞান ইউনিটে আসন রয়েছে প্রায় ১২ হাজার। যার বিপরীতে পরীক্ষা দেবেন ১ লাখ ৬৪ হাজার শিক্ষার্থী। ২৪টি বিশ্ববিদ্যালয়ের ২৩টি কেন্দ্রে এ ভর্তি পরীক্ষা দুপুর ১২টা থেকে বেলা ১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। এর মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেবেন অর্ধলাখ শিক্ষার্থী।

পরীক্ষার তথ্যাবলী অনুযায়ী ‘এ’ ইউনিটে ১০০ নম্বরের জন্য মোট চারটি বিষয়ে পরীক্ষা দিতে হবে। এর মধ্যে পদার্থবিদ্যা ও রসায়নের পরীক্ষা দেয়া বাধ্যতামূলক। গণিত ও জীববিদ্যার মধ্যে অন্তত একটি পরীক্ষা দিতে হবে। তবে অন্যটির পরিবর্তে বাংলা অথবা ইংরেজি পরীক্ষা দেয়া যাবে। এ ছাড়াও বাংলা ও ইংরেজিতে, গণিত বা জীববিদ্যার যেকোনো একটির পরিবর্তে পরীক্ষা দিতে চারটি বিষয়ের পরীক্ষা সম্পন্ন করতে হবে। প্রত্যেক বিষয়ের নম্বর ২৫, মোট নম্বর ১০০। 

এইচএসসি ২০২৩-এর পাঠ্যসূচি অনুযায়ী এ বিষয়গুলো ও মানবণ্টন সাজানো হয়েছে। পরীক্ষার সময় এক ঘন্টা, প্রতিটি ভুল উত্তরের ২৫ নম্বর কাটা যাবে। 

এ ছাড়া একইদিন আর্কিটেকচার ব্যবহারিক (ড্রয়িং) পরীক্ষাটি বিকেল ৩টা ৩০মিনিট থেকে ৪টা ৩০মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হবে। 

আর্কিটেকচার ব্যবহারিক (ড্রয়িং) পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশাবলী দিয়েছে ভর্তি কমিটি।  

নির্দেশনাগুলো হলো, প্রত্যেক পরীক্ষার্থীকে তার প্রবেশপত্রে নির্ধারিত কক্ষের নির্দিষ্ট আসনেই পরীক্ষা দিতে হবে, ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার সময় পরিদর্শক স্বাক্ষরিত প্রবেশপত্রটি অবশ্যই সঙ্গে রাখতে হবে, পরীক্ষায় অংকনের জন্য শুধুমাত্র কালো পেন্সিল ব্যবহার করতে হবে। কোনো প্রকার রং বা কলম ব্যবহার করা যাবে না এবং পরীক্ষায় অংকন মুক্তহস্তে হতে হবে। স্কেল, কম্পাস বা কোনো প্রকার মাধ্যম ব্যবহার করা যাবে না।

প্রসঙ্গত, গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের অন্য দুই ইউনিট- বি ইউনিটের (মানবিক) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ৩ মে (শুক্রবার) এবং সি ইউনিটের (বাণিজ্য) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১০ মে (শুক্রবার) বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত।

 


পাঠকের মন্তব্য দেখুন
৬ষ্ঠ ও ৮ম শ্রেণির বাদপড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের সুযোগ - dainik shiksha ৬ষ্ঠ ও ৮ম শ্রেণির বাদপড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের সুযোগ ‘ভুয়া প্রতিষ্ঠাতা’ দেখিয়ে কলেজ সভাপতির প্রস্তাব দিলেন ইউএনও - dainik shiksha ‘ভুয়া প্রতিষ্ঠাতা’ দেখিয়ে কলেজ সভাপতির প্রস্তাব দিলেন ইউএনও বেরোবি শিক্ষক মনিরুলের নিয়োগ বাতিল - dainik shiksha বেরোবি শিক্ষক মনিরুলের নিয়োগ বাতিল এমপিও না পাওয়ার শঙ্কায় হাজারো শিক্ষক - dainik shiksha এমপিও না পাওয়ার শঙ্কায় হাজারো শিক্ষক কওমি মাদরাসা একটি অসমাপ্ত প্রকাশনার কপিরাইট সত্ত্ব পেলেন লেখক - dainik shiksha কওমি মাদরাসা একটি অসমাপ্ত প্রকাশনার কপিরাইট সত্ত্ব পেলেন লেখক জাল সনদে শিক্ষকতা করা আরো ৩ জন চিহ্নিত - dainik shiksha জাল সনদে শিক্ষকতা করা আরো ৩ জন চিহ্নিত এসএসসি ২০২৫ খ্রিষ্টাব্দের ফরম পূরণের পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি দেখুন - dainik shiksha এসএসসি ২০২৫ খ্রিষ্টাব্দের ফরম পূরণের পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি দেখুন কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0042209625244141