তিন দিন ধরে নিখোঁজ গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) ডেপুটি কন্ট্রোলার মিকাইল ইসলাম টুটুল (৫০) । এ বিষয়ে গোপালগঞ্জ থানায় একটি জিডি করেছেন তাঁর স্ত্রী মৌ।
টুটুলের স্ত্রী মৌ জানিয়েছেন, ঘটনার দিন বিকেল ৩টার দিকে তাঁর স্বামী বাসা থেকে এক কাপড়ে বেরিয়ে যান। এমনকি মানিব্যাগ ও নিজের মোবাইল ফোনটিও নেননি। রাতে যখন তার স্বামী আর বাসায় ফিরে না আসেন, তখন আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধবদের বাসায়ও খোঁজ খবর নেন। কিন্তু কোথাও তার খোঁজ না পেয়ে অবশেষে থানায় সাধারন ডায়েরি করেন।
স্ত্রীর সঙ্গে কোন ঝগড়া-বিবাদও হয়নি বলে জানান মৌ।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর এ কিউ এম মাহবুবের সঙ্গে এ বিষয়ে কথা হলে তাঁকে বিষয়টি কেউ জানায়নি বলে জানান।
গোপালগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) শীতল চন্দ্র পাল ঘটনার তথ্য নিশ্চিত করে বলেন, ‘জেলা শহরের পাচুড়িয়া এলাকার বাসা থেকে ২৬ জুন বিকেলে বেরিয়ে যান মিকাইল ইসলাম টুটুল, এরপর থেকে তাঁকে আর তাঁর পরিবারের লোকজন খুঁজে পায়নি। এমনটি তার পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে। আমরা সম্ভাব্য স্থানগুলোতে তাঁকে খোঁজার চেষ্টা চালাচ্ছি। খুঁজে পাওয়া যাবে বলে আশাবাদী।’