গ্যালারিতে তানজিম সাকিবের নামে স্লোগানের ঝড়

দৈনিকশিক্ষা প্রতিবেদক |

আসন্ন বিশ্বকাপের আগে বাংলাদেশ দলের চূড়ান্ত পরীক্ষা-নিরীক্ষার সিরিজ। নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচে সিরিজের প্রথম ওয়ানডেতে দীর্ঘদিন পর মাঠে ফিরেছেন তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ, সৌম্য সরকার ও নুরুল হাসান সোহানসহ কয়েকজন। 

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম ওয়ানডেতে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক লিটন কুমার দাস। কিন্তু মিরপুরে বেরসিক বৃষ্টির নাটকে খেলার ফল নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। 

নিউজিল্যান্ডের ইনিংসে পঞ্চম ওভারেই খেলা বন্ধ হয়ে যায়। প্রায় ২ ঘণ্টা ৮ মিনিট বন্ধ থাকার পর ৮ ওভার কমিয়ে আবারও খেলা মাঠে গড়ায়। কিন্তু ফিরে বৃষ্টির হানায় খেলা বন্ধ রয়েছে। বৃষ্টি নামার আগ পর্যন্ত ৩৩.৪ ওভারে ৫ উইকেটে ১৩৬ রান তুলেছে সফরকারীরা। 

এদিন হোম অব ক্রিকেটের গ্যালারিতে উপস্থিত হন হাজার হাজার ভক্ত-সমর্থক। তবে বৃষ্টির কারণে শের-ই বাংলায় চিরচেনা সেই ঢেউয়েও যেন কিছুটা ভাটা পড়েছিল। প্রথমবার বৃষ্টির পর আকাশ পরিষ্কার হতেই ভরে যায় গ্যালারি।

বাংলাদেশ দল মাঠে নামতেই একটা বিষয় অনেকেরই দৃষ্টিগোচর হয়েছে। তরুণ পেসার তানজিম হাসান সাকিব আক্রমণে আসতেই গ্যালারিতে পেসারের নামে স্লোগান! কেউ গলা হাঁকছেন ‘সাকিব সাকিব’ নামে, কেউবা আবার ‘তানজিম, তানজিম’ বলে স্লোগান ধরেছেন।

সদ্য সমাপ্ত এশিয়া কাপে সুপার ফোরে ভারতের বিপক্ষে ম্যাচে অভিষেক হয় তানজিম সাকিবের। ম্যাচটিতে দুর্দান্ত পারর্ফম করেন এই তরুণ পেসার। সে সুবাদেই নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচের একাদশে জায়গা পান তিনি। যদিও এখন পর্যন্ত ব্যক্তিগত কোটার ৫.৪ ওভার বল করে ২৫ রান খরচ করলেও উইকেটের দেখা পাননি উদীয়মান এ পেসার।

সম্প্রতি সমাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কিত পোস্ট নিয়ে সমালোচনার ঝড় ওঠে তানজিম সাকিবকে ঘিরে। মূলত বছর খানেক আগে করা এই পেসারের পুরোনো ফেসবুক পোস্ট ঘিরেই যত সমালোচনা। সেই পোস্টে নারীবিদ্বেষীসহ আরও বিরূপ মনোভাবের অভিযোগ উঠেছে।

যদিও ইতোমধ্যে ক্ষমা চেয়েছেন টাইগার এই পেসার। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) তরফে ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়েছে। এমনকি তাকে পর্যবেক্ষণে রাখার সিদ্ধান্তের কথাও জানায় বোর্ড।


পাঠকের মন্তব্য দেখুন
ঢাকার তাপমাত্রা দেখে স্কুল বন্ধের সিদ্ধান্ত নয়: শিক্ষামন্ত্রী - dainik shiksha ঢাকার তাপমাত্রা দেখে স্কুল বন্ধের সিদ্ধান্ত নয়: শিক্ষামন্ত্রী আরো ৭২ ঘণ্টার হিট অ্যালার্ট জারি - dainik shiksha আরো ৭২ ঘণ্টার হিট অ্যালার্ট জারি ফাঁস হওয়া প্রশ্নেই প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষা - dainik shiksha ফাঁস হওয়া প্রশ্নেই প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষা এসএসসি পরীক্ষার ফল ১০ বা ১১ মে - dainik shiksha এসএসসি পরীক্ষার ফল ১০ বা ১১ মে কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে কুমিল্লায় শিক্ষা প্রতিষ্ঠানে পানি ঘণ্টা চালুর নির্দেশ - dainik shiksha কুমিল্লায় শিক্ষা প্রতিষ্ঠানে পানি ঘণ্টা চালুর নির্দেশ দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে প্রাথমিক বিদ্যালয়ে শনিবারের ছুটি বহাল থাকছে - dainik shiksha প্রাথমিক বিদ্যালয়ে শনিবারের ছুটি বহাল থাকছে please click here to view dainikshiksha website Execution time: 0.0084059238433838