গ্রামীণফোন কর্তৃপক্ষের উদাসীনতায় লাগাতার ভোগান্তিতে রয়েছেন কর্পোরেট গ্রাহকরা। গত বৃহস্পতিবার থেকে ভোগান্তি শুরু। আজ সোমবারও চলছে। কবে শেষ হবে তা জানাতে পারেনি কর্তৃপক্ষ।
ভুক্তভোগীরা দৈনিক শিক্ষাডটকমকে জানান, গত বৃহস্পতিবার থেকে তাদের কয়েকটি সিম অকার্যকর দেখায়। রোববার সকালে সিম রিপ্লেসমেন্টের জন্য বসুন্ধরা সিটি শপিং মলে গ্রামীণ সেন্টারে গেলে তারা চেষ্টা করেও ব্যর্থ হন। এর পর গ্রামীণের পক্ষে কর্পোরেট সিম দেখভালের দায়িত্বপ্রাপ্তদের মধ্যে একজনের সঙ্গে যোগাযোগ করা হয়। তিনি জানান, সব ঠিক আছে, কিন্ত বাস্তবে অকার্যকর।
১৬/১৭ বছর ধরে ব্যবহার করে আসা সিমগুলো টানা চারদিন বন্ধ থাকায় তারা ব্যবসায়িকসহ নানাভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলেও দৈনিক শিক্ষাডটকমকে জানান ভুক্তভোগীরা।