দৈনিক শিক্ষাডটকম প্রতিবেদক: চলতি বছরের প্রথম পাঁচ মাসেই দেশে ডেঙ্গুজ্বরে মৃত্যু হয়েছে রেকর্ড ৩৩ জনের। এছাড়া আক্রান্তের সংখ্যা পৌঁছেছে প্রায় তিন হাজারে। প্রচণ্ড খরতাপ আর শুষ্ক আবহাওয়ার মাঝেও আক্রান্ত ও মৃত্যুর এই সংখ্যাকে উদ্বেগজনক উল্লেখ করে বিশেষজ্ঞদের আশঙ্কা ‘ঘূর্ণিঝড় রেমালের’ প্রভাবে বৃষ্টিপাতে আরও মাথাচাড়া দেবে ভাইরাসটি।
বৃষ্টি যেমন ডেঙ্গুর বাহক এডিসের প্রজননের জন্য সহায়ক, তেমনি খরতাপ তার ঠিক বিপরীত। শুষ্ক প্রকৃতিতে বংশ বিস্তারের সুযোগ পায় না এডিস। গত কয়েক মাস এডিসের জন্য এক প্রকার প্রতিকূল পরিস্থিতি বিরাজ করছে দেশজুড়ে। কিন্তু হাসপাতালের বাস্তবতা কী?
ডেঙ্গুর মূল মৌসুম ধরা হয় মূলত জুন ও জুলাইকে। বছরব্যাপী কমবেশি রোগী থাকলেও চলতি বছরের বাস্তবতা ভিন্ন, যার প্রমাণ মেলে রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে। এরইমধ্যে হাসপাতালটিতে বাড়াতে শুরু করেছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। গত বছরের প্রথম পাঁচ মাসের তুলনায় চলতি বছর হাসপাতালটিতে ভর্তি রোগীর সংখ্যা কিছুটা কম হলেও এরইমধ্যে মৃত্যু হয়েছে ১০ জনের।
বিগত বছরগুলোর পরিসংখ্যানও বার্তা দিচ্ছে ভয়াবহতার। চলতি বছরের প্রথম পাঁচ মাসে দেশজুড়ে ডেঙ্গু আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা ছাড়িয়ে গেছে রেকর্ড গড়ার বছর ২০২৩ খ্রিষ্টাব্দকেও । বিগত বছরের প্রথম পাঁচ মাসে ১৩ জনের মৃত্যু হলেও চলতি বছর এরইমধ্যে মারা গেছেন ৩৩ জন।