দৈনিক শিক্ষাডটকম, চবি : আধিপত্য বিস্তার নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ছাত্রলীগের দুপক্ষের মধ্যে সংঘর্ষ চলছে।
বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে চবির সোহরাওয়ার্দী হলের সামনে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের ‘বিজয়’ ও ‘সিক্সটি নাইন’ গ্রুপের মধ্যে এ সংঘর্ষ শুরু হয়।
এর আগেও বুধবার (১৪ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে ছাত্রলীগের ওই দুই গ্রুপের সংঘর্ষ হয়। এ সংঘর্ষ ঘণ্টাব্যাপী চলে। পরে পুলিশ ও প্রক্টোরিয়াল বডির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
জানা গেছে, বিশ্ববিদ্যালয় আধিপত্য বিস্তার নিয়ে শাখা ছাত্রলীগের ‘বিজয়’ ও ‘সিক্সটি নাইন’ নামে দুটি সংগঠনের সদস্যদের মধ্যে বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে আবারও দুপক্ষই দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাজ করছে।
বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর নাজেমুল মুরাদ জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে উভয় পক্ষকেই বোঝানো হচ্ছে। এ ব্যাপারে আলোচনা সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
জানা গেছে, ২০১৯ খ্রিষ্টাব্দে দিকে বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের কামরুল ইসলাম ‘সিক্সটি নাইনের’ রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। পরবর্তীতে বিজয় পক্ষে যুক্ত হন তিনি। বিষয়টি নিয়ে সিক্সটি নাইন পক্ষের ২০১৯-২০ শিক্ষাবর্ষের কর্মীদের সঙ্গে দীর্ঘদিন ধরেই কামরুলের বিরোধ চলে আসছিল। এরই জের ধরে গত রোববার কামরুলকে মারধর করেন সিক্সটি নাইনের কর্মীরা।
সর্বশেষ বুধবার রাতে সোহরাওয়ার্দী হলের দিকে সিক্সটি নাইন পক্ষের এক কর্মী রাতের খাবার খেতে আসলে কামরুলের সঙ্গে তার হাতাহাতি হয়। পরে ঘটনাটি জানাজানি হলে বিজয়ের কর্মীরা সোহরাওয়ার্দী হলের সামনে এবং সিক্সটি নাইনের কর্মীরা শাহজালাল হলের সামনে অবস্থান নেন। একপর্যায়ে সেখানে দুপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়।