ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখার ১৭ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হয়েছে। এই কমিটিতে রয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চবির চার সমন্বয়ক ও একজন সহ-সমন্বয়ক। এর আগে গত ২৪ সেপ্টেম্বর ছাত্রশিবির চবির দুই সদস্যের কমিটি প্রকাশ করা হয়।
বুধবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এই কমিটিতে থাকা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চবির চার সমন্বয়ক হলেন- ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের মোহাম্মদ আলী ওবায়দুল্লাহ (অর্থ ও সাংস্কৃতিক সম্পাদক), একই বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের মুজাহিদুল ইসলাম (শিক্ষা বিষয়ক সম্পাদক), ইসহাক ভূঁইয়া (ছাত্র আন্দোলন বিষয়ক সম্পাদক) ও মোনায়েম শরীফ (এফ রহমান হল সভাপতি) এবং একজন সহ-সমন্বয়ক হলেন হাবিবুল্লাহ খালেদ (মানবসম্পদ উন্নয়ন সম্পাদক)।
বৈষম্যবিরোধী আন্দোলনে সম্পৃক্ত থাকা সদস্যদের বিষয়ে চবি শাখা শিবিরের সেক্রেটারি মুহাম্মদ ইব্রাহিম বলেন, ‘সমন্বয়ক পদে যাওয়ার পর তাদের অব্যাহতি দিয়ে ভারপ্রাপ্ত কয়েকজনকে দায়িত্ব দেওয়া হয়েছিল। তবে শিক্ষাকার্যক্রম শুরুর পর তাদের আবার দায়িত্বে ফিরিয়ে আনা হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যদি রাজনৈতিক দল হিসেবে প্রকাশ করে সেক্ষেত্রে আমরা বিষয়গুলো পুনর্বিবেচনা করব। আমাদের সদস্যদের অন্য রাজনৈতিক দলের কার্যক্রমে যুক্ত থাকার অনুমতি নেই।’
এছাড়াও এই কমিটিতে অফিস সম্পাদক পদে ব্যাংকিং অ্যান্ড ইন্সুইরেন্স বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের মুহাম্মদ পারভেজ, ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের সাহিত্য সম্পাদক পদে রবিউল ইসলাম, আইটি সম্পাদক পদে একই বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের এস এম ফাহিম, প্রচার সম্পাদক পদে ইতিহাস বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের সাইদ বিন হাবিব। ব্যবসায় শিক্ষা সম্পাদক পদে রয়েছেন আফনান হাসান ইমরান, প্রকাশনা ও ছাত্র কল্যাণ সম্পাদক পদে ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শরিফুল ইসলাম, পাঠাগার সম্পাদক পদে রাজনীতি বিজ্ঞান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের দ্বীন ইসলাম, বিজ্ঞান সম্পাদক পদে প্রাণ রসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের আমির হোসাইন, সহ-মানবসম্পদ উন্নয়ন সম্পাদক পদে মো. আব্দুল্লাহ।
অন্যদিকে স্কুল ও কলেজ কার্যক্রম সম্পাদক পদে রয়েছেন চট্টগ্রাম কলেজের ভূগোল ও পরিবেশ বিদ্যা বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ইয়াসিন মুহাম্মদ ও হাটহাজারী কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের ২০১৯-২০ শিক্ষাবর্ষের মোশারফ হোসেন। এই দু’জন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নন। তারা চট্টগ্রামের হাটহাজারী থেকে আমান বাজার পর্যন্ত বিভিন্ন স্কুল ও কলেজের কার্যক্রম দেখা শোনার দায়িত্বে আছেন বলে জানিয়েছেন চবি শিবিরের সেক্রেটারি মুহাম্মদ ইব্রাহিম। জানতে চাইলে তিনি বলেন, ‘হাটহাজারী থেকে আমান বাজার পর্যন্ত স্কুল কলেজের কমিটির নেতৃত্ব চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দেওয়া হয়। এ কারণে এসব প্রতিষ্ঠান দেখাশোনার জন্য দু’জনকে কমিটিতে রাখা হয়েছে।’