তিনমাস ধরে চলা আন্দোলনের মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) চারুকলা ইনস্টিটিউট বন্ধ ঘোষণা করা হলেও মূল ক্যাম্পাসে ফেরার দাবিতে অনড় শিক্ষার্থীরা।
রোববার সকাল ১০টায় মূল ক্যাম্পাসের শহীদ মিনার প্রাঙ্গণে ব্যানার-ফেস্টুন হাতে অবস্থান কর্মসূচি পালন করেছেন তারা।
আন্দোলনরত শিক্ষার্থী মোহাম্মদ শহীদ বলেন,
আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানিয়ে তিনি বলেন, “আজ আমরা বিশ্ববিদ্যালয়ের সকল সাধারণ শিক্ষার্থী ও সংগঠনকে আমাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে অবস্থান কর্মসূচি পালন করছি। আমরা বিভিন্নভাবে আমাদের আন্দোলন চালিয়ে যাব।“
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সব অনুষদ ও ইনস্টিটিউট হাটহাজারীর মূল ক্যাম্পাসে হলেও চারুকলা ইনস্টিটিউট ২২ কিলোমিটার দূরে নগরীতে। শ্রেণিকক্ষের ছাদ থেকে ইট-সিমেন্ট খসে পড়ায় গত বছরের ২ নভেম্বর থেকে ক্লাস বর্জন শুরু করেন এ ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।
পরে তারা ২২ দফা দাবিতে আন্দোলন শুরু করেন, যা সবশেষে ইনস্টিটিউটকে মূল ক্যাম্পাসে নেওয়ার একদফা দাবিতে পরিণত হয়।
মূল ক্যাম্পাসে ফেরার চলমান আন্দোলনের ৯০ দিন পর বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের জরুরি সভায় চারুকলা ইনস্টিটিউট এক মাস বন্ধ ঘোষণা করা হয়। ওইদিন রাত ১০টার মধ্যে শিক্ষার্থীদের ক্যাম্পাস ও ছাত্রাবাস ছাড়তে বলা হয়।
তবে চারুকলা ইনস্টিটিউটকে মূল ক্যাম্পাসে নিতে আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানাচ্ছেন শিক্ষার্থীরা।