চবিতে হঠাৎ পরীক্ষা স্থগিত হওয়ায় বিপাকে শিক্ষার্থীরা

চবি প্রতিনিধি |

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) পূর্ব ঘোষণা ছাড়াই উদ্ভিদবিদ্যা বিভাগের পরীক্ষা বন্ধ হওয়ায় বিপাকে পড়েছেন শিক্ষার্থীরা। যদিও এর আগে পরীক্ষা স্থগিতের বিষয়ে কোনও নোটিশ দেয়া হয়নি।  

সোমবার (৯ জানুয়ারি) রুটিন অনুযায়ী বিভাগের প্রথম বর্ষের ১০৬ নম্বর কোর্সের পরীক্ষা হওয়ার কথা থাকলেও তা হয়নি।

এদিকে পরীক্ষা দিতে এসে এমন কাণ্ড দেখেই ফিরতে হয়েছে শিক্ষার্থীদের।

উদ্ভিদবিদ্যা বিভাগের ১ম বর্ষের শিক্ষার্থী আব্দুল্লাহ বলেন, আমাদের ৯টা কোর্সের মধ্যে আজকে ৬ষ্ঠ দিনের পরীক্ষা ছিল। কিন্তু সকালে পরীক্ষার হলে গিয়ে শুনি পরীক্ষা হবে না। বাকি পরীক্ষাগুলো হবে কি-না সে বিষয়ে জানি না।

এর আগে গত ৬ জানুয়ারি চবির উদ্ভিদবিদ্যা বিভাগের ১ম বর্ষের পরীক্ষা কমিটির চেয়ারম্যান তাপস কুমার ভৌমিক এবং একই বিভাগের ৩য় বর্ষের পরীক্ষা কমিটির চেয়ারম্যান মোজাম্মেল হকসহ পরীক্ষা কমিটির বেশ কয়েকজন সদস্য পদত্যাগ করেন। যার ফলে স্থগিত রয়েছে পরীক্ষা। এছাড়া এ দুই বর্ষের অন্যান্য পরীক্ষাগুলো স্থগিতের সম্ভাবনা রয়েছে।

বিভাগের সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ হারুন-উর-রশীদ বলেন, গত বৃহস্পতিবার হঠাৎ ১ম বর্ষ ও ৩য় বর্ষের পরীক্ষা কমিটির চেয়ারম্যানসহ বেশ কয়েকজন সদস্য পদত্যাগ করেন। এ বিষয়ে তাঁরা নির্দিষ্ট কোনও কারণ উল্লেখ করেননি। পরীক্ষা কমিটিই পরীক্ষা গ্রহণের মূল দায়িত্বে থাকেন। তাই পরীক্ষা কমিটি না থাকলে পরীক্ষা নেওয়া সম্ভব না। পরীক্ষা নিয়ন্ত্রক যদি নতুন পরীক্ষা কমিটি গঠন অথবা চলমান সমস্যাটা সমাধান করেন তাহলে পরীক্ষা নেওয়া সম্ভব হবে।

জানতে চাইলে ১ম বর্ষের পরীক্ষা কমিটির চেয়ারম্যান তাপস কুমার ভৌমিক বলেন, বিভাগের সভাপতি প্ল্যানিং কমিটি ও একাডেমিক কমিটির সিদ্ধান্তের বাইরে গিয়ে নিজের ইচ্ছেমতো বিভাগের কাজকর্ম পরিচালনা করছেন।

বিষয়গুলো বারবার মৌখিক ও লিখিতভাবে জানানোর পরও তিনি নিজের সিদ্ধান্ত থেকে সরে আসেননি। তাই আমরা পদত্যাগ করতে বাধ্য হয়েছি।

চবির ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক চৌধুরী আমীর মুহাম্মদ মুছা বলেন, উদ্ভিদবিদ্যা বিভাগের শিক্ষকদের ব্যক্তিগত সমস্যার কারণে পরীক্ষা কমিটির চেয়ারম্যান ও সদস্যরা পদত্যাগ করেছেন। এ বিষয়ে উপাচার্য মহোদয়ের সঙ্গে বিভাগের শিক্ষকদের কথাবার্তা চলছে। আশাকরি খুব দ্রুত এ সমস্যার সমাধান হবে।


পাঠকের মন্তব্য দেখুন
আগের নিয়মে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে গ্রন্থাগারিক নিয়োগের দাবি - dainik shiksha আগের নিয়মে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে গ্রন্থাগারিক নিয়োগের দাবি শিক্ষা উপদেষ্টার সঙ্গে বিশ্ব ব্যাংকের প্রতিনিধিদের সাক্ষাৎ - dainik shiksha শিক্ষা উপদেষ্টার সঙ্গে বিশ্ব ব্যাংকের প্রতিনিধিদের সাক্ষাৎ মাদকের গডফাদারদের ধরার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার - dainik shiksha মাদকের গডফাদারদের ধরার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার শিক্ষা প্রশাসনে বদলি আতঙ্কে নাহিদ-দীপু সিন্ডিকেটের ৯২ কর্মকর্তা - dainik shiksha শিক্ষা প্রশাসনে বদলি আতঙ্কে নাহিদ-দীপু সিন্ডিকেটের ৯২ কর্মকর্তা দীপু মনি-রতন সিন্ডিকেটের ফিরোজই শিক্ষা অধিদপ্তরের এ ডি! - dainik shiksha দীপু মনি-রতন সিন্ডিকেটের ফিরোজই শিক্ষা অধিদপ্তরের এ ডি! বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই পক্ষের হাতাহাতি, সভা পণ্ড - dainik shiksha বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই পক্ষের হাতাহাতি, সভা পণ্ড শিক্ষকদের বদলির বিষয়ে সর্বশেষ - dainik shiksha শিক্ষকদের বদলির বিষয়ে সর্বশেষ অগ্রসর সমাজ তৈরির লক্ষ্যই বাষট্টির শিক্ষা আন্দোলন - dainik shiksha অগ্রসর সমাজ তৈরির লক্ষ্যই বাষট্টির শিক্ষা আন্দোলন দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে please click here to view dainikshiksha website Execution time: 0.0043489933013916