চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) স্নাতক প্রথম বর্ষ ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় দুই লাখ ৫৬ জন ভর্তিচ্ছু প্রতিযোগিতা করবেন। আগামীকাল মঙ্গলবার (১৬ মে) থেকে শুরু হয়ে ১০ দিনব্যাপী চলবে ভর্তি কার্যক্রম।
এবারে ‘এ’ ইউনিটের পরীক্ষার্থী ৭৪ হাজার ৬৫৯ জন। পরীক্ষা হবে ১৬ ও ১৭ মে। ‘বি’ ইউনিটের পরীক্ষার্থী ৫২ হাজার ৯৯৫ জন। পরীক্ষা হবে ১৮ ও ১৯ মে। ‘সি’ ইউনিটের পরীক্ষার্থী ১৯ হাজার ৯৯৯ জন। পরীক্ষা হবে ২০ ও ২১ মে। ‘ডি’ ইউনিটের পরীক্ষার্থী ৪৯ হাজার ১৭৮ জন। পরীক্ষা হবে ২২ ও ২৩ মে।
এছাড়া ‘বি১’ উপ-ইউনিটের পরীক্ষার্থী ১৩৮২ জন এবং ‘ডি১’ উপ-ইউনিটের পরীক্ষার্থী ১৮৪৩ জন। পরীক্ষা হবে যথাক্রমে ২৪ ও ২৫ মে।