শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত সর্বশেষ জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০১৮ (২৩ নভেম্বর ২০২০ পর্যন্ত সংশোষিত) মোতাবেক শূন্য পদে আলিম ও ফাযিল শ্রেণিতে মূল কিতাবসমূহ পাঠদানে সক্ষম ও প্রশাসনিক কাজে দক্ষ একজন অভিজ্ঞ জনবল নিয়োগ দেওয়া হবে।
যা যা প্রয়োজন:
প্রতিষ্ঠানের নাম: চরগোয়াডাংগা ফাজিল (ডিগ্রি) মাদরাসা
পদের বিবরণ:
১। উপাধ্যক্ষ- ১জন (শূন্য পদ)
২। অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর-১জন (সৃষ্টপদ)
শিক্ষাগত যোগ্যতা: ১নং পদে কামিল/সমমান। ২নং পদে আলিম/এইচএসসি/সমমান ও আরবি কম্পিউটার অপারেটিং এ আবশ্যিকভাবে নির্ধারিত দক্ষতা থাকতে হবে।
অভিজ্ঞতা: মুহাদ্দিস/সুফাসসির/ফকিহ/আদিব/সহকা অধ্যাপক পদে (আরবি/ইসলামিক স্টাডিজ-এর বিষয়সমূহে) ৩ বছরের অভিজ্ঞতাসহ মোট ১২ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা। অথবা আলিম মাদরাসার অধ্যক্ষ ৩ বছরের অভিজ্ঞতাসহ সহকারী অধ্যাপক পদে (আরবি/ইসলামিক স্টাডিজ এর বিষয় সমূহ) মোট ১২ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা।
তবে এমফিল ডিগ্রিধারীর ক্ষেত্রে ২ বছর এবং পিএইচডি ডিগ্রিধারীর ক্ষেত্রে ৪ বছর শিক্ষকতার অভিজ্ঞতা শিখিলযোগ্য।
বয়স: অনূর্ধ্ব ৩৫ বছর (তবে সমপদের ইনডেক্সধারীদের জন্য বয়সসীমা শিথিলযোগ্য)
বেতন: ১নং পদে (৪৩০০০- ৬৯৮৫০/-, গ্রেড-৫),২নং পদে (৯৩০০-১২৪৯০/-, গ্রেড- ১৬)
আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদেরকে দুই কপি পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি, শিক্ষাগত যোগ্যতার সকল সনদপত্র, জাতীয় পরিচয়পত্র এবং অভিজ্ঞতার সনদপত্রসহ সকল সনদপত্রের সত্যায়িত কপি সভাপতি ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ময়মনসিংহ এর আবেদনপত্র মাদরাসা অফিস কক্ষে হাতে হাতে/ডাকযোগে জমা দেওয়ার অনুরোধ করা হলো।
অগ্রণী ব্যাংক পিএলসি, ফুলপুর শাখার অনুকূলে হিসাব নং ০২০০০০৭৮৯৪৯৭০ এ উপাধ্যক্ষ পদে ১৫০০/- টাকা এবং কম্পিউটার অপারেটর পদে ১০০০ টাকা (অফেরতযোগ্য) ব্যাংক ড্রাফট করে আবেদন করতে হবে।
আবেদনের সময়: বিজ্ঞপ্তি প্রকাশের পরবর্তী ১৫ দিনের মধ্যে আবেদন করতে হবে।
যোগাযোগ: সভাপতি, চরগোয়াডাংগা ফাজিল (ডিগ্রি) মাদরাসা, ডাকঘর: গোয়াডাংগা, উপজেলা: ফুলপুর, জেলা: ময়মনসিংহ।
মোবাইল: 01718713521 (অধ্যক্ষ)