চরফ্যাশন তাযকিয়াতুল উম্মাহ মডেল মাদরাসা ও চরফ্যাশন রেসিডেন্সিয়াল মডেল মাদরাসার উদ্যোগে প্যারেন্টিং কনফারেন্স ‘আলোকিত সন্তান বাবা-মায়ের অবদান’ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সকালে চরফ্যাশন তায্কিয়াতুল উম্মাহ মডেল মাদরাসার হল রুমে এবং বিকেলে চরফ্যাশন রেসিডেন্সিয়াল মডেল মাদরাসার হল রুমে এ কনফারেন্স অনুষ্ঠিত হয়।
কনফারেন্সে প্রধান অতিথি ছিলেন সমাজ চিন্তক ড. আজম ওবায়েদুল্লাহ এবং প্রধান আলোচক ছিলেন প্যারেন্টিং ও ক্যারিয়ার কনসালট্যান্ট ড. আহসান হাবীব ইমরোজ। এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে ছিলেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট পারভেজ হোসেন এবং চরফ্যাশন উপজেলা জামায়াতের আমির অধ্যক্ষ মীর মোহাম্মদ শরীফ হোসাইন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে চরফ্যাশন করিজাহান মহিলা কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আবদুল খালেক, চরফ্যাশন রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. কামরুজ্জামান, সাবেক ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আকতারুল আলম সামু, দৈনিক ইনকিলাবের চরফ্যাশন প্রতিনিধি কামাল গোলদার, নাগরিক টেলিভিশনের চরফ্যাশন প্রতিনিধি এম লোকমান হোসেন, অ্যাডভোকেট মহিবুল্লাহ, অ্যাডভোকেট রহমত উল্ল্যাহ সেলিমসহ প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।