দৈনিক শিক্ষাডটকম প্রতিবেদক : বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ২০২৪ খ্রিষ্টাব্দে কিছুটা শ্লথ হয়ে ৫.৬ শতাংশ এবং ২০২৫ খ্রিষ্টাব্দে তা কিছুটা বেড়ে ৫.৭ শতাংশ হওয়ার পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক।
মঙ্গলবার (২ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে বিশ্বব্যাংকের বাংলাদেশ কার্যালয়ে বিশ্বব্যাংকের সর্বশেষ অর্ধবার্ষিক বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করা হয়।
প্রতিবেদনে বলা হয়, কোভিড মহামারির পর যদিও বাংলাদেশের অর্থনীতি শক্তিশালীভাবে ঘুরে দাঁড়িয়েছে, তবে মহামারি পরবর্তী সময়ে দেশের অর্থনীতির ঘুরে দাঁড়ানোর প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়েছে আর্থিক খাতের অস্থিরতা, বিনিময় ভারসাম্যের (ব্যালেন্স অব পেমেন্ট) ঘাটতি এবং বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চিত পরিস্থিতির কারণে।
সাময়িকভাবে প্রবৃদ্ধির গতি কিছুটা কমলেও সঠিক নীতি বাস্তবায়নের মাধ্যমে সামনের মধ্যম মেয়াদে প্রবৃদ্ধি ফের গতি পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে প্রতিবেদনে জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন বিশ্বব্যাংক বাংলাদেশ ও ভুটানের কান্ট্রি ডিরেক্টর আব্দুলায়ে সেকসহ বিশ্বব্যাংকের কর্মকর্তারা।