নাটোরের সিংড়ায় রাস্তায় ফ্লাস্ক হাতে চা বিক্রি করে সংসারের হাল ধরা সৌরভ কুমার শীল এবারের এসএসসি পরীক্ষায় ‘এ প্লাস’ (জিপিএ-৫) পেয়েছে। বিভিন্ন গণমাধ্যমে এ বিষয়ে খবর প্রকাশের পর সৌরভের পাশে দাঁড়িয়েছেন স্থানীয় সাংসদ ও আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
গতকাল শনিবার সকালে নিজ বাসভবনে ডেকে নিয়ে সৌরভের হাতে একটি ল্যাপটপ তুলে দেন প্রতিমন্ত্রী পলক। এসময় তিনি সৌরভের লেখাপড়ার দায়িত্ব নেন এবং প্রধানমন্ত্রীর উপহারের ঘর প্রদানের আশ্বাস দেন।
সৌরভ কুমার শীল নাটোরের সিংড়া দমদমা পাইলট স্কুল অ্যান্ড কলেজ থেকে এ বছর এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে এ প্লাস পেয়েছে। সিংড়া পৌর শহরের বাস টার্মিনাল এলাকার শ্যামল কুমার শীল ও স্বপ্না রানী শীলের ছেলে সে।