দৈনিক শিক্ষাডটকম, চাঁদপুর: ৫ শতাধিক যাত্রী নিয়ে সুন্দরবন-১৬ নামের বরিশালগামী লঞ্চটি দুর্ঘটনার মুখে পড়া লঞ্চটি উদ্ধারে ঢাকা থেকে সুন্দরবন-১৪ যাচ্ছে। এদিকে নৌ পুলিশের দুটি দল লঞ্চটিতে আটকে পড়া যাত্রীদের উদ্ধারে রওনা হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে চাঁদপুরের কাছে আমিরাবাদ নামক স্থানে পৌঁছালে তাকে মালবাহী একটি কার্গো ধাক্কা দেয়। এতে এর পেছনে ফাটলের সৃষ্টি হয়। ঘন কুয়াশার কারণে এ দুর্ঘটনা হয়েছে। ওই ফাটল দিয়ে লঞ্চে পানি ঢুকছে বলে জানান লঞ্চটির সুপারভাইজার মো. সিরাজ।
শেষ খবর পাওয়া পর্যন্ত দুর্ঘটনা কবলিত লঞ্চের বর্তমান অবস্থান এখলাসপুরের চরে। এটি চাঁদপুরের আগে মোহনপুর পর্যটন কেন্দ্রের কাছে বুড়োর চরের অপর পাশে। নৌ পুলিশ বাহিনীর দুটি দল যাত্রীদের উদ্ধারের জন্য দুর্ঘটনাস্থলে রওনা হয়েছে।
চাঁদপুর নৌ পুলিশের এসপির কার্যালয় সূত্রে জানা গেছে, অন্য লঞ্চ এনে যাত্রীদের তুলে দেওয়া হবে। এ উদ্দেশ্যে ঢাকা থেকে সুন্দরবন-১৪ রওনা হয়েছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত উদ্ধারকারী লঞ্চটি নারায়ণগঞ্জের ফতুল্লা অতিক্রম করেছে। দুর্ঘটনাকবলিত লঞ্চটির যাত্রীদের উদ্ধারকারী লঞ্চে করে বরিশাল নেওয়া হবে বলে চাঁদপুর নৌ পুলিশ কার্যালয় থেকে জানানো হয়েছে।
এদিকে দুর্ঘটনা কবলিত লঞ্চে আটকে পড়া যাত্রীদের অনেকেই আতঙ্কগ্রস্ত হয়ে অন্ধকারের মধ্যেই পানি ডিঙিয়ে এখলাসপুর চরে নেমে যাচ্ছে। অনেকেই কান্নাকাটি করছেন।