জয়পুরহাটের ক্ষেতলালে ফেসবুকে পরিচয়ের সূত্রে এক কলেজছাত্রকে চাকরি দেয়ার লোভ দেখিয়ে ডেকে এনে মুক্তিপণ দাবি করা অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার বিকালে উপজেলার জিয়াপুর গ্রামের সন্ন্যাসতলী নামের স্থানে এ অভিযোগে তিন প্রতারককে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয়রা।
স্থানীয়দের সঙ্গে কথা বলে ও পুলিশ সূত্রে জানা যায়, ক্ষেতলাল পৌর এলাকার মালিপাড়া মহল্লার রেজাউলে ছেলে একরামের (৩৭) সঙ্গে কিছুদিন আগে ফেসবুকে পরিচয় হয় সাহাজাদপুর উপজেলার রেশমবাড়ী গ্রামে সাইফুল ইসলামের ছেলে কলেজছাত্র আমির হোসেনের (২২)। আমির হোসেনকে বাংলাদেশ বর্ডার গার্ডের বেসামরিক চাকরি দেয়ার লোভে ডেকে আনেন একরাম ও চার সহযোগী।
আটককৃতরা হলেন, উপজেলার ধনতলা গ্রামের তোজাম আকন্দের ছেলে পলাশ আকন্দ (২২),পৌর এলাকার জালিয়াপাড়া আমিনুর রহমানের ছেলে রানা (২৩)।
ক্ষেতলাল থানার অফিসার্স ইনচার্জ রাজিবুল ইসলাম দৈনিক শিক্ষাডটকমকে বলেন, খবর পেয়ে ঘনটাস্থল থেকে ভুক্তভোগী ও প্রতারক চক্রের ৩ সদস্যকে থানা নিয়ে আসা হয়। তাদেরকে জিজ্ঞাসাবাদ চলছে।