নওগাঁর বদলগাছী থানায় স্বাস্থ্য অধিদপ্তরের বিভিন্ন পদে চাকরির লোভ দেখিয়ে ও ভুয়া নিয়োগপত্র দিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়া প্রতারক চক্রের মূলহোতা মো. নাসির হোসেনকে (২৫) আটক করেছে র্যাব। গতকাল রোববার রাত সাড়ে ১০টার দিকে বদলগাছী উপজেলার চালকা এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত নাসির হোসেন ওই এলাকার মো. মোজাম্মেল হক মন্ডলের ছেলে। বদলগাছি থানায় মামলা দায়ের করে সোমবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
র্যাব আরও জানায়, ২০১৯ খ্রিষ্টাব্দে স্বাস্থ্য অধিদপ্তরে চাকরি দেয়ার জন্য দুই জন প্রার্থীর কাছ থেকে প্রায় ১১ লাখ টাকা নিয়ে ভূয়া নিয়োগপত্র দেন। পরে ওই পদে যোগ দিতে গেলে দুই প্রার্থী ভুয়া নিয়োগপত্রের কথা জানতে পারেন। এরপর ভুক্তভোগীরা জয়পুরহাট র্যাব ক্যাম্পে অভিযোগ করে।
অভিযোগ পেয়ে জয়পুরহাট ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মেজর মো. মোস্তফা জামান এবং স্কোয়াড কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. মাসুদ রানার নেতৃত্বে কয়েকটি জাল নিয়োগপত্রসহ তাকে আটক করা হয়।