নরসিংদী শিবপুরের চাদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে স্কুল মিল্ক ফিডিং কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার প্রাণী সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের (এলডিডিপি) আওতায় এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন নরসিংদী-৩ শিবপুরের সংসদ সদস্য জহিরুল হক ভূইয়া মোহন।
শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিনিয়া জিন্নাতের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাপসী রাবেয়া, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মুহসীন নাজির, শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার, শিবপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামসুল আলম ভুইয়া রাখিল, জেলা আওয়ামী লীগের সদস্য ফরহাদ আলম ভুইয়া, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আজিজুর রহমান খান, আলমগীর হোসেন মৃধা, সাংগঠনিক সম্পাদক বিপ্লব চক্রবর্তী, বাঘাব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ সরকারসহ অনেকে।
উদ্বোধন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল শামীম। এছাড়া অনুষ্ঠানে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক খান, বাঘাব ইউনিয়ন আওয়ামী লীগের নেতা-কর্মী, বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকরা অনুষ্ঠানে অংশ নেন।