শিক্ষার্থীর কাছে প্রাথমিক শিক্ষাকে সহজবোধ্য ও আনন্দময় করে তুলতে গাজীপুরে মঙ্গলবার দিনব্যাপী ’ইনোভেশন শোকেসিং’ অনুষ্ঠিত হয়েছে। গাজীপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে এতে ঢাকা, গাজীপুর,নারয়ণগঞ্জ ও মুন্সিগঞ্জের শতাধিক কর্মকর্তা ও শিক্ষকরা অংশ নেন। এতে ৮টি বিভিন্ন ইনোভেশন স্টল স্থাপন করা হয়।
গাজীপুর জেলা প্রথমিক শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্রর (পিটিআই) চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক ড. নুরুল আমিন চৌধুরী এদিন সকালে ‘ইনোভেশন শোকেসিং’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
এসময় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ঢাকা বিভাগীয় উপ-পরিচালক মির্জা মো. হাসান খসরু, গাজীপুর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মোফাজ্জল হোসেন, মুন্সিগঞ্জে পিটিআইয়ের সুপার মো. কুব্বত আলী, কালিয়াকৈর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা উম্মে কুলসুম পুষ্প ফেরদৌসীসহ অনেকে উপস্থিত ছিলেন। এরআগে গাজীপুর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মোফাজ্জল হোসেন কালিয়াকৈর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের স্থাপন করা ইনোভেশন স্টলটি ফিতা কেটে উদ্বোধর করেন।
গাজীপুর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মোফাজ্জল হোসেন বলেন, প্রাথমিক শিক্ষাকে সহজবোধ্য ও আনন্দময় করে তুলতে ও শিক্ষার্থীদের হাতে কলমে শিখন কার্যক্রম পৌঁছে দেয়ার জন্য শিক্ষক ও কর্মকর্তারা নানা ধরণের প্রযুক্তি উদ্ভাবন করছেন। আধুনিক কলাকৌশল তথা প্রযুক্তির মাধ্যমে স্মার্ট সিটিজেন সিটিজেন গড়ার লক্ষেই এ কার্যক্রমের আয়োজন করা হয়েছে। এতে ঢাকা, গাজীপুর, নারয়ণগঞ্জ ও মুন্সিগঞ্জের শতাধিক কর্মকর্তা ও শিক্ষকরা অংশ নেন। এ উপলক্ষে অনুষ্ঠান স্থলে ৮টি বিভিন্ন ইনোভেশন স্টল স্থাপন করা হয়।