দেশের ভয়াবহ বন্যা পরিস্থিতির কারণে কারিগরি শিক্ষা বোর্ডের অধীন ২০২৪-২৫ শিক্ষাবর্ষে চার এবং দুই বছর মেয়াদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংসহ বিভিন্ন কোর্সের ভর্তির সময় বাড়ানো হয়েছে। ভর্তিচ্ছু শিক্ষার্থীরা ৮ সেপ্টেম্বর পর্যন্ত ভর্তি হতে পারবেন। একইসঙ্গে প্রতিষ্ঠানে অনুপস্থিত শিক্ষার্থীর তালিকা পাঠানোর সময় ৯ থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।
সোমবার (২ সেপ্টেম্বর) বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
জানা যায়, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন ৪ বছর মেয়াদি ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা-ইন-টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা-ইন-মেরিন ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা-ইন-এগ্রিকালচার, ডিপ্লোমা-ইন-ফরেস্ট্রি, ডিপ্লোমা-ইন-ফিশারিজ, ডিপ্লোমা-ইন-লাইভস্টক এবং ২ (দুই) বছর মেয়াদি সার্টিফিকেট-ইন-মেরিন ট্রেড কোর্স শিক্ষাক্রমের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে সরকারি প্রতিষ্ঠানসমূহে ডিপ্লোমা পর্যায়ের শিক্ষাক্রমে নিশ্চায়নকৃত শিক্ষার্থীদের ১ম পর্বের প্রাতিষ্ঠানিক ভর্তি কার্যক্রম আগামী ৮ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হলো। প্রতিষ্ঠান থেকে অনুপস্থিত শিক্ষার্থীর তালিকা পাঠানোর ৯ থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত।
এই সময়ের মধ্যে প্রাতিষ্ঠানিক ভর্তি কার্যক্রমে শেষ করতে না পারলে, নিশ্চায়নকৃত শিক্ষার্থীর নিশ্চায়ন বাতিল বলে গণ্য হবে।
উল্লেখ্য, প্রতিষ্ঠান থেকে অনুপস্থিতি দেয়ার আগে শিক্ষার্থীর প্রদেয় ফোন নম্বরে যোগাযোগের জন্য অনুরোধ করা হল।
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।