দৈনিক শিক্ষাডটকম প্রতিবেদক: সদ্যই শেষ হলো মৌসুমের সবচেয়ে উত্তপ্ত মাস এপ্রিল। পুরো মাস রোষের তীব্রতায় পুড়েছে প্রকৃতি। ৭২ বছরে প্রথমবারের মতো ৪৩ ডিগ্রি তাপমাত্রার সাক্ষীও হয়েছে দেশের মানুষ। উত্তপ্ত এই এপ্রিল পেরিয়ে এখন মে মাস। তবুও গ্রীষ্মের উত্তাপে পুড়ছে দেশ। তীব্র গরমে সপ্তমবার হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অফিস। আরও ২ দিনের জন্য সতর্কতামূলক হিটঅ্যালার্ট জারি করা হয়েছে।
বৃহস্পতিবার (২ মে) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার জন্য এই হিটঅ্যালার্ট জারি করা হয়।
তাপপ্রবাহের সতর্কবার্তায় আবহাওয়াবিদ মো. ওমর ফারুক বলেন, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টা ঢাকা বিভাগের পশ্চিমাঞ্চলসহ খুলনা, রাজশাহী এবং রংপুর বিভাগে তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। জলীয়বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিকর পরিস্থিতি অব্যাহত থাকতে পারে।
এর আগে গত ২৮ এপ্রিল ‘হিটঅ্যালার্ট’ বা তাপপ্রবাহের সতর্কবার্তার সময় আরও ৩ দিন বাড়ানো হয়েছিল।