ঘূর্ণিঝড় মোখার আঘাতের শঙ্কায় চট্টগ্রাম, যশোর, কুমিল্লা ও বরিশাল বোর্ডের সব শিক্ষা প্রতিষ্ঠান আজ রোববার বন্ধ ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয়। আজ ওই চার বোর্ডের আওতাধীন জেলাগুলোর সব স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে।
শনিবার (১৩ মে) সন্ধ্যায় মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগ থেকে এই সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।
উপসচিব সাইফুর রহমান খান স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, বঙ্গোপসাগরে সৃষ্ট অতি প্রবল ঘূর্ণিঝড় মোখার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ড, বরিশাল শিক্ষা বোর্ড, কুমিল্লা শিক্ষা বোর্ড ও যশোর শিক্ষা বোর্ডের আওতাধীন জেলাগুলো মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম আগামী ১৪ মে (রোববার) বন্ধ থাকবে।
আরও পড়ুন :
প্রাথমিক বিদ্যালয়ও বন্ধ রাখার নির্দেশনা
সোমবারের এসএসসি পরীক্ষাও স্থগিত
আদেশটি ইউজিসির চেয়ারম্যান এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে পাঠিয়ে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।