জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বাংলা বিভাগের সাবেক অধ্যাপক আ ফ ম দানীউল হক মৃত্যুবরণ করেছে। গতকাল শনিবার রাজধানীর এক বেসরকারি হাসপাতোলে মৃত্যুবরণ করেন।
রোববার এক শোকবার্তায় ওই অধ্যাপকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাবি উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল আলম। ওই শোক বার্তায় উপাচার্য বলেন, অধ্যাপক আ.ফ.ম. দানীউল হকের মৃত্যুতে বাংলা ভাষা ও সাহিত্যে যে ক্ষতি হয়েছে, তা পূরণ হওয়ার নয়। ভাষা বিজ্ঞানে তাঁর অবদান অমূল্য সম্পদ হিসেবে পরিগণিত। তিনি কর্মগুণে স্মরণীয় হয়ে থাকবেন।
উপাচার্য তাঁর শোক বার্তায় প্রয়াত অধ্যাপকের আত্মার মাগফেরাত কামনা করে তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা প্রকাশ করেন।
প্রসঙ্গত, আ ফ ম দানীউল ১৯৬৩ খ্রিষ্টাব্দে চট্টগ্রাম কলিজিয়েট স্কুল থেকে এসএসসি, ১৯৬৫ খ্রিষ্টাব্দে চট্টগ্রাম কলেজ থেকে আইএসসি এবং ১৯৬৮ খ্রিষ্টাব্দে একই কলেজ থেকে বিএ (সম্মান) ডিগ্রি লাভ করেন। তিনি ১৯৬৯ খ্রিষ্টাব্দে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।
এছাড়া তিনি ১৯৮০ খ্রিষ্টাব্দে আমেরিকার হাওয়াই বিশ্ববিদ্যালয় থেকে ভাষা বিজ্ঞানে পুনরায় স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। তিনি ১৯৭০ খ্রিষ্টাব্দের ১৫ ডিসেম্বর জাবিতে প্রভাষক হিসেবে যোগ দেন। ২০১৪ খ্রিষ্টাব্দের ১ জুলাই তিনি এ বিশ্ববিদ্যালয়ের চাকরি থেকে অবসরগ্রহণ করেন।