সিলেটের বিখ্যাত চৌধুরী পরিবারের সন্তান শিক্ষা মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব ও বর্তমানে ইউনিসেফ বাংলাদেশ অফিসে কর্মরত চৌধুরী মুফাদ আহমদের প্রথম বই ‘বিদ্যাসাগরকথা’ বাজারে এসেছে। বইটির ভূমিকা লিখেছেন বাংলাদেশে বিদ্যাসাগর -চর্চার পথিকৃৎ বিশিষ্ট বুদ্ধিচজীবী বদরুদ্দীন উমর।
বইটি সম্পর্কে চৌধুরী মুফাদ দৈনিক শিক্ষাডটকমকে বলেন, উনিশ শতকের বাংলার নবজাগরণের মহত্তম ব্যক্তিত্ব ছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তাঁর জীবনের নানা গুরুত্বপূর্ণ ঘটনা ও বিষয়ের ওপর ভিত্তি করে মুক্তিবুদ্ধির আধুনিক বিদ্যাসাগরকে তুলে ধরার চেষ্টা করেছি সহজ ভাষায়। বইটি প্রকাশ করেছে সময় প্রকাশন। বই মেলায় সময় প্রকাশনের প্যাভিলিয়নে ( ১৮ নং স্টল) বইটি পাওয়া যাচ্ছে।