কাঁচা বাজারে চাড়া দামে সবজি বিক্রি হওয়ায় সাধারণ মানুষের কাছে আলাদা বাজার বসিয়ে কম দামে সবজি বিক্রি শুরু করেছে ঝালকাঠির বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্র-জনতা। এ সময় অন্তত ৫০ টাকা পর্যন্ত কম দামে সবজি বিক্রি করতে দেখা যায়। এ সময় কম দামে সবজি কিনতে ভিড় করেন ক্রেতারা।
রোববার (৩ নভেম্বর) সকালে শহরের সাধনার মোড় এলাকায় এ বাজার বসে।
জেলা প্রশাসক আশরাফুর রহমান সকালে শিক্ষার্থীদের সঙ্গে উপস্থিত থেকে সবজি বিক্রিতে অংশ নেন। এসব সবজির মধ্যে পটল বিক্রি হচ্ছে ৪০ টাকা কেজি দরে, পেপে, জালি কুমড়া, ও শসা বিক্রি হচ্ছে ৩০ টাকায়, কাঁচা মরিচ ১১০ টাকা, মুলা ৩৫ টাকা, প্রতি পিচ লাউ বিক্রি হচ্ছে ৩৫ টাকা। এছাড়া আরো বেশ কিছু সবজি বাজারের চেয়ে ১০ থেকে ৫০ টাকা পর্যন্ত কম দামে বিক্রি করা হচ্ছে।
আয়োজকরা জানান, বাজারে বিক্রেতাদের হাত বদল হতে ঊর্ধ্বগতি সৃষ্টি হচ্ছে। মধ্যস্বত্বভোগী আর সিন্ডিকেট গড়ে ওঠায় সাধারণ ত্রেতারা তাদের কাছে জিম্মি। তাই দ্রব্যমূল্য বৃদ্ধির এই সিন্ডিকেট ভেঙে সাধারণ মানুষকে সহযোগিতা করতেই এমন উদ্যোগ। এ কর্মসূচি অব্যহত থাকবে বলেও জানান আয়োজকরা।
ছাত্র-জনতা ব্যানারের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে জেলা প্রশাসক আশরাফুর রহমান বলেন, কিছু অসাধু ব্যবসায়ী অধিক মুনাফা লাভের আশায় বাড়তি দামে সবজি বিক্রি করছেন। ছাত্র-জনতার এ উদ্যোগ অব্যাহত থাকলে শিগগিরই বাজারে সবজির দাম নিয়ন্ত্রণে আসবে।