অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশে বাংলাদেশ ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করার ঘোষণায় আনন্দ মিছিল করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা।
বুধবার (২৩ অক্টোবর) প্রজ্ঞাপন জারি হওয়ার পরেই রাতে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের জিয়া মোড় থেকে আনন্দ মিছিল বের করেন। পরে মিছিল নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক হয়ে স্থানীয় শেখপাড়া বাজার ঘুরে প্রশাসন ভবনে এসে মিছিল শেষ করেন। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন শিক্ষার্থীরা।
এ সময় শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেন। এই মুহূর্তে খবর এলো, ছাত্রলীগ নিষিদ্ধ হলো; এই মুহূর্তে খবর এলো, সন্ত্রাসী লীগ নিষিদ্ধ হলো; হৈ হৈ রৈ রৈ, সন্ত্রাস লীগ গেলি কই; ছাত্রলীগের ঠিকানা, এই ক্যাম্পাসে হবে না; আওয়ামীলীগের ঠিকানা, এই ক্যাম্পাসে হবে না, ইত্যাদি স্লোগান দিতে শোনা যায় তাদের।
ইবির সমন্বয়ক এস এম সুইট বলেন, আজ আমাদের অন্যতম আনন্দের একটা দিন। প্রতিটি ক্যাম্পাসে ছাত্রলীগ দীর্ঘ ১৬ বছর ধরেই সন্ত্রাসী কর্মকাণ্ড করে আসছে। হলগুলোতে শিক্ষার্থীদের ওপর অত্যাচার নির্যাতন চালিয়েছে। কিন্তু তাদের বিরুদ্ধে কথা বলার মতো কেউ ছিলো না। শিক্ষার্থীদের ন্যায্য আন্দোলনে তারা ওপর হামলা করেছে। সারাদেশে তারা অসংখ্য মানুষের ওপর নির্যাতন চালিয়েছে। তাই ছাত্রলীগের মতো সন্ত্রাসী সংগঠনকে নিষিদ্ধ করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ জানাই।