ছাত্রলীগের উত্তেজনার মধ্যেই পরীক্ষা হলো আনন্দ মোহন কলেজে

ময়মনসিংহ প্রতিনিধি |

ছাত্রলীগের দুই পক্ষের উত্তেজনাকর পরিস্থিতির কারণে গতকাল শনিবার রাতে ময়মনসিংহের সরকারি আনন্দ মোহন কলেজের সব হোস্টেল বন্ধ ঘোষণা করা হয়েছে। চলমান এইচএসসি পরীক্ষা নির্বিঘ্ন করতে হোস্টেল বন্ধ ঘোষণা করা হলেও ছাত্রলীগের দুই পক্ষের পাল্টাপাল্টি অবস্থানের কারণে আজ রোববার সকালেও পরিস্থিতি থমথমে ছিল। এরই মধ্যে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। 

কলেজ কর্তৃপক্ষ গতকাল এক বিজ্ঞপ্তির মাধ্যমে আজ সকাল সাড়ে আটটার মধ্যে সব শিক্ষার্থীকে হোস্টেল ছাড়তে বলে।

ছবি : সংগৃহীত

কয়েকজন শিক্ষার্থী জানান, আজ সকালে এইচএসসি পরীক্ষা শুরু হওয়ার সময়ও ছাত্রলীগের একদল কর্মী মিছিল করেন। এ সময় অপর পক্ষও একই এলাকায় অবস্থা নেওয়ায় উত্তেজনার সৃষ্টি হয়।

আজ সরেজমিন দেখা যায় আনন্দ মোহন কলেজের সামনে পুলিশের অবস্থান; পাশাপাশি ছাত্রলীগের কিছুসংখ্যক কর্মীকেও ফটকের সামনে অবস্থান নিতে দেখা যায়।

এদিকে গত শুক্রবার রাতে কেন্দ্রীয় ছাত্রলীগের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সরকারি আনন্দ মোহন কলেজ ছাত্রলীগের কমিটি ময়মনসিংহ জেলা ছাত্রলীগের ইউনিট হিসেবে পরিচালিত হবে। এ খবরে আনন্দ মোহন কলেজ ছাত্রলীগ ও ময়মনসিংহ মহানগর ছাত্রলীগের কর্মী-সমর্থকদের মধ্যে ক্ষোভ জন্ম নেয়। তাঁদের দাবি, ময়মনসিংহ মহানগরের ইউনিট হিসেবে আনন্দ মোহন কলেজ ছাত্রলীগ পরিচালিত হবে। মহানগরের অংশ হিসেবে পরিচালনার দাবিতে শুক্রবার রাত ১২টার দিকে কলেজের সামনে বিক্ষোভ করা হয়। গতকাল সকাল ও বিকেলে একই দাবিতে কলেজের সামনে বিক্ষোভ করেন তাঁরা। বিক্ষোভের সময় জেলা ছাত্রলীগের পক্ষের নেতা-কর্মীরা মুখোমুখি হলে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয় এবং পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এতে আনন্দ মোহন কলেজের দুই শিক্ষক আহত হয়েছেন।

কলেজ ছাত্রলীগের কর্মী মোস্তফা কামাল বলেন, বাংলাদেশের সব বিভাগের বড় বড় শিক্ষাপ্রতিষ্ঠান মহানগর ছাত্রলীগের ইউনিট হিসেবে পরিচালিত হয়। ময়মনসিংহও এখন বিভাগ ও সিটি করপোরেশন। স্বাভাবিকভাবেই আনন্দ মোহন কলেজ ছাত্রলীগ মহানগরের ইউনিট হিসেবে থাকবে। কিন্তু ছাত্রলীগের একটি বহিরাগত অংশ কেন্দ্রীয় ছাত্রলীগকে ভুল বুঝিয়ে জেলার ইউনিট হিসেবে পরিচালিত হওয়ার বিজ্ঞপ্তি প্রকাশ করিয়েছে। তাঁরা এ সিদ্ধান্তের বিরোধিতা করছেন। সেই সঙ্গে সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন।

কলেজের অধ্যক্ষ মো. আমান উল্লাহ বলেন, আনন্দ মোহন কলেজ ময়মনসিংহের সবচেয়ে বড় এইচএসসি পরীক্ষাকেন্দ্র। এখানে ৫ হাজার ৬০০ শিক্ষার্থীর আসন। স্থানীয় প্রশাসনের সঙ্গে কথা বলে এইচএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে গ্রহণ করতে হোস্টেল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বেশির ভাগ শিক্ষার্থীই নির্ধারিত সময়ে হোস্টেল ছেড়েছেন। বাকি শিক্ষার্থীরাও দ্রুতই হোস্টেল ছেড়ে দেবেন বলে আশা করা হচ্ছে।


পাঠকের মন্তব্য দেখুন
চুয়েটে আন্দোলন স্থগিত, সড়কে যান চলাচল শুরু - dainik shiksha চুয়েটে আন্দোলন স্থগিত, সড়কে যান চলাচল শুরু স্কুল-কলেজ খুলছে রোববার, ক্লাস চলবে শনিবারও - dainik shiksha স্কুল-কলেজ খুলছে রোববার, ক্লাস চলবে শনিবারও প্রাথমিকের প্রশ্ন ফাঁসে অল্পদিনে কয়েকশ কোটি টাকা আয় - dainik shiksha প্রাথমিকের প্রশ্ন ফাঁসে অল্পদিনে কয়েকশ কোটি টাকা আয় কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে পরীক্ষার আগেই হবু শিক্ষকদের হাতে পৌঁছে যায় উত্তরপত্র: ডিবি - dainik shiksha পরীক্ষার আগেই হবু শিক্ষকদের হাতে পৌঁছে যায় উত্তরপত্র: ডিবি দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে নারীদের আইসিটিতে দক্ষ হতে হবে: শিক্ষা প্রতিমন্ত্রী - dainik shiksha নারীদের আইসিটিতে দক্ষ হতে হবে: শিক্ষা প্রতিমন্ত্রী ডিগ্রি তৃতীয় শিক্ষকদের এমপিওভুক্তির সভা ৩০ এপ্রিল - dainik shiksha ডিগ্রি তৃতীয় শিক্ষকদের এমপিওভুক্তির সভা ৩০ এপ্রিল বুয়েটে সিসিটিভি ফুটেজে ধরা পড়লো হিজবুত তাহরীরের লিফলেট বিতরণ - dainik shiksha বুয়েটে সিসিটিভি ফুটেজে ধরা পড়লো হিজবুত তাহরীরের লিফলেট বিতরণ এইচএসসির ফল জালিয়াতির অডিয়ো ফাঁস - dainik shiksha এইচএসসির ফল জালিয়াতির অডিয়ো ফাঁস please click here to view dainikshiksha website Execution time: 0.0031270980834961