মুক্তিযোদ্ধা কোটা আন্দোলনে হলের সাধারণ শিক্ষার্থীদের অংশগ্রহণ ঠেকাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল গেটে তালা দেয়াসহ হল গেটে দাড়িয়ে থেকে শিক্ষার্থীদের বাঁধা দিয়েছে ছাত্রলীগের বিভিন্ন হল শাখার নেতাকর্মীরা। তবে ছাত্রলীগের নেতাকর্মীদের সব বাধা উপেক্ষা করে তাদের সামনে দিয়েই হল গেট দিয়ে বেরিয়ে কোটা আন্দোলনে যোগ দিয়েছেন শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (৪ জুলাই) সকাল ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্য সেন হল গিয়ে দেখা যায় হল গেটে তালা দিয়ে সামনে দাড়িয়ে ছাত্রলীগের পদ প্রত্যাশী নেতাকর্মীরা। এসময় শিক্ষার্থীদের সঙ্গে নেতাকর্মীদের বাকবিতন্ডা হতেও দেখা যায়৷
এর কিছুক্ষণ পরেই কোটা আন্দোলনকারীরা মিছিল নিয়ে সূর্য সেন হলের সামনে আছে এবং তারা ছাত্রলীগ নেতাদের ইঙ্গিত করে ভুয়া ভুয়া বলে স্লোগান দেয়। তখনই সাধারণ শিক্ষার্থীরা ছাত্রলীগের নেতাদের উপেক্ষা করে তাদের সামনে দিয়েই হল থেকে বেরিয়ে মিছিলে যোগ দেয়।
একি চিত্র বিশ্ববিদ্যালয় অন্যান্য হলগুলোতেও। বিশ্ববিদ্যালয়ের সার্জেন্ট জহুরুল হক হল, হাজী মুহম্মদ মুহসীন হলসহ প্রায় সব হলেই ছাত্রলীগের নেতাকর্মীরা শিক্ষার্থীদের বাঁধা দেন।
আরো পড়ুন: কোটা আন্দোলনে শিক্ষার্থীদের যেতে বাধা, হলে তালা দিলো ছাত্রলীগ
নাম প্রকাশে অনিচ্ছুক সূর্য সেন হলের এক ছাত্র বলেন, আমি জানতাম ছাত্রলীগ আমাদের যেতে বাঁধা দিবে। তাই ১১টার আগেই হল থেকে বের হতে চাইছিলাম। কিন্তু হল গেটে গিয়ে দেখি সব ক্যান্ডিডেটরা দাড়িয়ে আছে। তারপরেও এগিয়ে গিয়ে দেখি আগ থেকেই তালা মারা গেটে।
নাম প্রকাশে অনিচ্ছুক আরেক শিক্ষার্থী বলেন, সূর্যসেন হলে আমাকেও আটকিয়েছিল। বলে এক ঘণ্টার জন্য বের হওয়া যাবে না। পরে আমি বলছি মুহসীন হল। তারপরও জেরা করছে৷ পরে জার্সিতে মুহসীন হল লিখা দেখে আমাকে ছাড়ে।
উল্লেখ্য, সরকারি চাকরিতে কোটা প্রথা বাতিলের দাবিতে চার দফা দাবিতে আন্দোলন করছে শিক্ষার্থীরা।