ছাত্রলীগের ৩০ তম কেন্দ্রীয় সম্মেলন শুরু হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন প্রধানমন্ত্রী ও ছাত্রলীগের সাংগঠনিক নেত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার (০৬ ডিসেম্বর) বেলা ১১ টার পর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সম্মলনস্থলে আসেন শেখ হাসিনা। জাতীয় সংগীত, দলীয় সংগীতের পর পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে সম্মেলনের কার্যক্রম শুরু হয়।
একই সঙ্গে জয়বাংলা ম্যাগাজিন ও ওয়েবসাইট উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সভাপতিত্ব করছেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয়।
সম্মেলনকে ঘিরে নেতাকর্মীদের মাঝে বিরাজ করছে উৎসবের আমেজ। সকাল থেকেই তারা ব্যানার ফেস্টুন সহকারে উদ্যানে প্রবেশ করে।