ছাত্রলীগের সাবেক সভাপতি শোভনের নামে চুরির মামলা

দৈনিক শিক্ষাডটকম প্রতিবেদক |

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় মিছিলে হামলা, মোবাইল ফোন চুরি ও ভাঙচুরের অভিযোগে ছাত্রলীগের সাবেক সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভনের বিরুদ্ধে কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলায় মামলা হয়েছে।

বুধবার সরকার পতনের আন্দোলনে আহত উপজেলার উত্তর তিলাই গ্রামের বাসিন্দা শিক্ষার্থী রিয়াদের বাবা ও জামায়াতে ইসলামীর কর্মী আব্দুল কুদ্দুস আওয়ামী লীগের ৫২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ২২০ জনকে আসামি করে মামলাটি করেন।

ভুরুঙ্গামারী থানার এসআই আশরাফুল ইসলাম বলেন, মামলার পরদিন বৃহস্পতিবার আওয়ামী লীগের চার নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

তারা হলেন- মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উপজেলা সভাপতি মোহাম্মদ আলী মুকুল (৫৫), আব্দুর রহিম (৬০), ছাত্রলীগের কর্মী আশরাফুল (৩০) ও শাহীন আলম (২৭)।

মামলায় শোভনের বাবা সাবেক উপজেলা চেয়ারম্যান নূরুন্নবী চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহজাহান সিরাজ, ছাত্রলীগের সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রাকিনুল হক চৌধুরী ছোটন, আওয়ামী লীগ নেতা ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান, আসাদুজ্জামান আসাদ, মাইনুল ইসলাম লিটন, জাতীয় পার্টির নেতা সদর ইউপি চেয়ারম্যান মাহমুদুর রহমান রোজেনকেও আসামি করা হয়েছে।

মামলার এজাহারে বলা হয়েছে, ৪ অগাস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে আসার সময় দুই দফায় হামলায় শিক্ষার্থী রিয়াদসহ কয়েকজন আহত হন। এ সময় তাদের পাঁচটি মোবাইল ফোন চুরি এবং মিছিলের মাইক ভাঙচুর করা হয়।

এ ব্যাপারে জানতে মামলার বাদী আব্দুল কুদ্দুসের মোবাইল ফোনে কল করা হলেও তিনি তা রিসিভ করেননি।

জামায়াতে ইসলামীর উপজেলা আমির আনোয়ার হোসেন বলেন, “আব্দুল কুদ্দুসের ছেলে আহত হওয়ার কারণে অভিভাবক হিসেবে তিনি মামলা করেছেন।”

যেদিন এই মামলাটি হয় সেদিন রাতেই অন্তর্বর্তীকালীন সরকার এক প্রজ্ঞাপনের মাধ্যমে সন্ত্রাসে মদদ দেওয়ার অভিযোগে নিষিদ্ধ করা হয়।


পাঠকের মন্তব্য দেখুন
জাতীয় শিক্ষা সপ্তাহের ক্রেস্টে শেখ হাসিনার নাম - dainik shiksha জাতীয় শিক্ষা সপ্তাহের ক্রেস্টে শেখ হাসিনার নাম পাঁচ মাস কর্মস্থলে না থেকেও পদোন্নতি পেলেন শিক্ষক - dainik shiksha পাঁচ মাস কর্মস্থলে না থেকেও পদোন্নতি পেলেন শিক্ষক সেমিস্টার পদ্ধতি নিয়ে জটিলতায় রাবি - dainik shiksha সেমিস্টার পদ্ধতি নিয়ে জটিলতায় রাবি ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের প্রচারণার চালানোর নির্দেশনা - dainik shiksha ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের প্রচারণার চালানোর নির্দেশনা ভর্তি পরীক্ষার হলে মেয়ে, অপেক্ষারত মা ঢলে পড়লেন মৃত্যুর কোলে - dainik shiksha ভর্তি পরীক্ষার হলে মেয়ে, অপেক্ষারত মা ঢলে পড়লেন মৃত্যুর কোলে শিক্ষক নিবন্ধনের প্রথম ধাপের মৌখিক পরীক্ষা যাদের - dainik shiksha শিক্ষক নিবন্ধনের প্রথম ধাপের মৌখিক পরীক্ষা যাদের কওমি মাদরাসা একটি অসমাপ্ত প্রকাশনার কপিরাইট সত্ত্ব পেলেন লেখক - dainik shiksha কওমি মাদরাসা একটি অসমাপ্ত প্রকাশনার কপিরাইট সত্ত্ব পেলেন লেখক দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষার ফল প্রকাশ ৩০ অক্টোবর - dainik shiksha কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষার ফল প্রকাশ ৩০ অক্টোবর স্কুল-মাদরাসার জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা শুরু - dainik shiksha স্কুল-মাদরাসার জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা শুরু please click here to view dainikshiksha website Execution time: 0.0021970272064209