মৌলভীবাজারের বড়লেখার মাদরাসাছাত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় দুই ছাত্রকে দা দিয়ে কোপানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় মাদরাসার শিক্ষার্থীদের মধ্যে চরম উত্তেজনা দেখা দেয়। বিক্ষোভ-প্রতিবাদে উত্তাল হয়ে উঠে মাদরাসা ক্যাম্পাস। ভ্রাম্যমাণ আদালত দুই বখাটেকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। দণ্ডিত বখাটেরা হচ্ছে- উপজেলার গাংকুল গ্রামের ছাদ উদ্দিন ছাদই মিয়ার ছেলে শাকিল আহমদ (২৩) ও পূর্ব-গাংকুল গ্রামের অতুব মিয়ার ছেলে সোহেদ আহমদ (২৩)।
স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার বিকালে দাখিল নির্বাচনী পরীক্ষা দিতে মাদরাসার এক ছাত্রী সহপাঠীদের নিয়ে কলম কিনতে পাশের লাইব্রেরিতে যান। ফেরার পথে শাকিল, সোহেদ ও সুমন পথ আটকে উত্ত্যক্ত করে। মাদরাসার ফাজিল প্রথম বর্ষের ছাত্র জেবুল আহমদ ও দ্বিতীয় বর্ষের ছাত্র মুছা আহমদ প্রতিবাদ জানায়। এর জেরে তিন বখাটে মিলে দুই ছাত্রকে দা দিয়ে কোপায়। আহমদের গলায় কিছুটা জখম হয়। পরে ছাত্ররা ধাওয়া করে দুই বখাটেকে ধরে মাদরাসায় আটকালেও একজন পালিয়ে যায়।
এ নিয়ে বিক্ষোভ-প্রতিবাদে উত্তাল হয়ে উঠে মাদরাসা ক্যাম্পাস। মাদরাসা কর্তৃপক্ষ পূর্ব নির্ধারিত নির্বাচনী পরীক্ষা স্থগিত ঘোষণা করেন। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আটক বখাটেদের উপযুক্ত শাস্তির আশ্বাস দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জাহাঙ্গীর হোসাইন জানান, মাদরাসা ছাত্রীকে উত্ত্যক্তের অভিযোগ প্রমাণিত হওয়ায় আটক দুই বখাটেকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। পালিয়ে যাওয়া বখাটের বিরুদ্ধে থানায় মামলা করতে বলা হয়েছে।