দৈনিক শিক্ষাডটকম, মাদারীপুর : মাদারীপুরের কালকিনিতে ১৮ বছর বয়সী এক কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে আদালতে মামলা হয়েছে। অভিযুক্ত ধর্ষক এলাকা ছেড়ে পালিয়েছে।
বৃহস্পতিবার সকালে এই তথ্য নিশ্চিত করেছে থানা পুলিশ ও ধর্ষণের শিকার কলেজছাত্রীর পরিবার। মামলায় অভিযুক্ত মো. নাজমুস সাকিবসহ তিনজনকে আসামি করা হয়েছে।
আদালতের মামলা, পুলিশ ও ভূক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার সাহেবরামপুর ইউনিয়নের দক্ষিণ সাহেবরামপুর গ্রামের শাহাবুল বেপারীর ছেলে নাজমুস সাকিবের সঙ্গে একই এলাকার ধর্ষণের শিকার ওই কলেজছাত্রীর প্রায় দুই বছর আগে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রেমের সূত্র ধরে গত শুক্রবার রাতে ওই কলেজছাত্রীকে তাঁর বসতঘরে একা পেয়ে ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করেন নাজমুস সাকিব। পরে এই ঘটনা জানতে পেরে স্থানীয় শলিসকারীরা নাজমুস সাকিবকে জিজ্ঞেস করলে তিনি কলেজছাত্রীকে বিয়ের আশ্বাস দেন। কিন্তু ঘটনার বেশ কয়েকদিন পার হলেও বিয়ে না করে পালিয়ে যান নাজমুস সাকিব।
কলেজছাত্রীর মা বাদী হয়ে ধর্ষক মো. নাজমুস সাকিবসহ তাঁর পরিবারের তিনজনকে আসামি করে আদালতে মামলা দায়ের করেন। পরে থানা পুলিশ ওই ছাত্রীকে উদ্ধার করে স্বাস্থ্য পরীক্ষার জন্য সদর হাসপাতালে পাঠায়।
বিষয়টি জানার জন্য অভিযুক্তের পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তাঁদের এলাকায় পাওয়া যায়নি।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয় মুরুব্বি বলেন, ‘আমরা নাজমুস সাকিবকে জিজ্ঞেস করলে সে কলেজছাত্রীকে বিয়ে করবে বলে আশ্বাস দেয়। কিন্তু ঘটনার বেশ কয়েকদিন পার হলেও ওই কলেজছাত্রীকে বিয়ে না করে ধর্ষক ও তাঁর পরিবার এলাকা ছেড়ে পালিয়ে যায়। ওই লম্পটের বিরুদ্ধে এই ধরনের ঘটনা ঘটানোর আরও অভিযোগ আছে।’
এ ব্যাপারে কালকিনি থানার উপপরিদর্শক মো. ফয়সাল বলেন, ‘কলেজছাত্রীকে ধর্ষণের ঘটনায় আদালতে একটি মামলা হয়েছে। তরুণীকে বৃহস্পতিবার সকালে মেডিকেল পরীক্ষার জন্য মাদারীপুর হাসপাতালে পাঠানো হয়েছে। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’