ছাত্রীকে ধাক্কা : রাইদার ৪০ বাস আটকে দিলো শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক |

আবার সেই রাইদা পরিবহন। আবারও শিক্ষার্থীর সঙ্গে অসাদাচরণ। এবার এক ছাত্রীকেই বাস থেকে ধাক্কা দিয়ে নামিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এ কারণে বিক্ষুদ্ধ ছাত্ররা সড়ক অবরোধ করে পরিবহন কোম্পানিটির অন্তত ৪০টি বাস আটকে দেয়।

সোমবার দুপুরে রাজধানীর রামপুরা পুলিশ বক্সের কাছের ওই ঘটনার পর বিকেলে শিক্ষার্থীরা বিটিভি ভবনের সামনে সড়ক অবরোধ করে বাসগুলো আটকে নিজেদের হেফাজতে চাবি নিয়ে নেয়। সন্ধ্যায় পুলিশের মধ্যস্থতায় মালিকপক্ষের প্রতিশ্রুতিতে বাসগুলো ছেড়ে দেওয়া হয়। 

রাইদা পরিবহনের বাস রাজধানীর পোস্তগোলা থেকে দিয়াবাড়ি রুটে চলাচল করে। ১৫ নভেম্বর ঢাকা ইম্পেরিয়াল কলেজের এক ছাত্র অর্ধেক ভাড়া দেওয়ায় তাকে ওই পরিবহনের একটি বাসের কর্মীরা গলা ধাক্কা দিয়ে নামিয়ে দেয়। ওই ঘটনার জেরে শিক্ষার্থীরা বিটিভি ভবনের সামনে সড়ক অবরোধ করে রাইদার অর্ধশত বাস আটকে দেয়। শেষ পর্যন্ত অর্ধেক ভাড়া নেওয়া এবং যাত্রীদের সঙ্গে ভালো ব্যবহারের প্রতিশ্রুতিতে বাসগুলো ছেড়ে দেওয়া হয়।

রামপুরা থানার ওসি রফিকুল ইসলাম বলেন, দুপুরের দিকে রাইদা পরিবহনের একটি বাসে ওঠা ইম্পেরিয়াল কলেজের এক ছাত্রীকে রামপুরা পুলিশ বক্সের সামনে নামার সময় হেলপার ধাক্কা দেয়। এতে ওই ছাত্রী পড়ে যান। এ খবর ছড়িয়ে পড়লে ওই কলেজের শিক্ষার্থীরা রামপুরা বিটিভি ভবনের সামনের রাস্তায় অবস্থান নেয়। পাশাপাশি অন্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সেখানে সংহতি জানিয়ে উপস্থিত হয়। এক পর্যায়ে ছাত্ররা রাইদা পরিবহনের ৪০টি বাস আটকে দেয়।

ওসি আরও বলেন, খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের শান্ত করেন। রাইদা পরিবহনের মালিকপক্ষকে খবর দেওয়া হয়। তিন পক্ষ মিলে বসে সমঝোতা হয়। এরপর থেকে আর পরিবহনকর্মীরা শিক্ষার্থীদের সঙ্গে খারাপ ব্যবহার না করার এবং সোমবারের ঘটনা তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন রাইদা পরিবহনের পরিচালক মকবুল পাটোয়ারি।

পুলিশের মতিঝিল বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ নুরুল আমিন বলেন, রাইদা পরিবহন নিয়ে পুলিশের কাছে বেশকিছু অভিযোগ রয়েছে। এই বাসের কর্মীরা যাত্রীদের সঙ্গে খারাপ আচরণ করে। কয়েকদিন আগেও এক শিক্ষার্থীর সঙ্গে খারাপ আচরণ করেছিল। ওই সময়ে প্রতিশ্রুতি দিয়েছিল- এই ধরনের কাজ আর করবে না। কিন্তু সোমবারও একই ঘটনা ঘটিয়েছে। এবারও মালিকপক্ষকে সর্তক করা হয়েছে। ভবিষ্যতে একই ধরনের আচরণ করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


পাঠকের মন্তব্য দেখুন
চুয়েটে আন্দোলন স্থগিত, সড়কে যান চলাচল শুরু - dainik shiksha চুয়েটে আন্দোলন স্থগিত, সড়কে যান চলাচল শুরু স্কুল-কলেজ খুলছে রোববার, ক্লাস চলবে শনিবারও - dainik shiksha স্কুল-কলেজ খুলছে রোববার, ক্লাস চলবে শনিবারও প্রাথমিকের প্রশ্ন ফাঁসে অল্পদিনে কয়েকশ কোটি টাকা আয় - dainik shiksha প্রাথমিকের প্রশ্ন ফাঁসে অল্পদিনে কয়েকশ কোটি টাকা আয় কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে পরীক্ষার আগেই হবু শিক্ষকদের হাতে পৌঁছে যায় উত্তরপত্র: ডিবি - dainik shiksha পরীক্ষার আগেই হবু শিক্ষকদের হাতে পৌঁছে যায় উত্তরপত্র: ডিবি দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে নারীদের আইসিটিতে দক্ষ হতে হবে: শিক্ষা প্রতিমন্ত্রী - dainik shiksha নারীদের আইসিটিতে দক্ষ হতে হবে: শিক্ষা প্রতিমন্ত্রী ডিগ্রি তৃতীয় শিক্ষকদের এমপিওভুক্তির সভা ৩০ এপ্রিল - dainik shiksha ডিগ্রি তৃতীয় শিক্ষকদের এমপিওভুক্তির সভা ৩০ এপ্রিল বুয়েটে সিসিটিভি ফুটেজে ধরা পড়লো হিজবুত তাহরীরের লিফলেট বিতরণ - dainik shiksha বুয়েটে সিসিটিভি ফুটেজে ধরা পড়লো হিজবুত তাহরীরের লিফলেট বিতরণ এইচএসসির ফল জালিয়াতির অডিয়ো ফাঁস - dainik shiksha এইচএসসির ফল জালিয়াতির অডিয়ো ফাঁস please click here to view dainikshiksha website Execution time: 0.0055928230285645