মাগুরার শ্রীপুর উপজেলায় মাধ্যমিক বিদ্যালয়ের এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক কে এম রোকন উজ-জামান সুইটকে জেল হাজতে পাঠিয়েছেন আদালত। সোমবার দুপুরে মাগুরা জ্যেষ্ঠ বিচারিক আদালতের সুমনা পালের আদালতে হাজির করা হলে তাকে জেল হাজতে পাঠানোর আদেশ দেন। [i
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় জানান, শনিবার বিকেলে শিক্ষক কেএম রোকন-উজ-জামান ওরফে সুইট অষ্টম শ্রেণির এক ছাত্রীর শ্লীলতাহানি করে। এ ঘটনায় রবিবার দুপুরে শিক্ষার্থীরা বিচার চেয়ে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মমতাজ মহলের কাছে লিখিত অভিযোগ দেয়। পরে ইউএনও’র নির্দেশে শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শ্যামানন্দ কুন্ডুকে আহ্বায়ক করে ৫ সদস্যের তদন্ত টিম গঠন করা হয়।
অন্যদিকে, ঘটনার পর একদিন আত্মগোপনে থেকে রবিবার রাত সাড়ে ৯টার দিকে অভিযুক্ত শিক্ষক বিদ্যালয়ে নিজের অফিস কক্ষের তালা ভেঙে মালপত্র বের করার চেষ্টা করলে বিদ্যালয়ের নৈশ প্রহরী ইউসুফ আলী পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে তাকে আটক করে। সোমবার শ্রীপুর থানায় এ বিষয়ে একটি মামলা দায়ের হয়। এ মামলায় দুপুরে তাকে ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে ম্যাজিস্ট্রেট সুমনা পালের নির্দেশে তাকে জেল হাজতে পাঠানো হয়।