ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে থানা ঘেরাও

দৈনিকশিক্ষা প্রতিবেদক |

শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা ইউনিয়নের আমজাদিয়া একাডেমির অফিস সহকারী মাসুদুর রহমানের বিরুদ্ধে অষ্টম শ্রেণির এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদ ও অভিযুক্তর বিচার দাবিতে বিক্ষোভ এবং পদ্মা সেতু দক্ষিণ থানা ঘেরাও করে ওই ছাত্রীর সহপাঠী শিক্ষার্থীরা। পরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) শেখ মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের আশ্বাসে বিদ্যালয় ক্যাম্পাসে ফিরে যায় তারা।

আমজাদিয়া একাডেমি ও পদ্মা সেতু দক্ষিণ থানা সূত্রে জানা যায়, জাজিরার নাওডোবা বাজারে আমজাদিয়া একাডেমির অফিস সহকারী মাসুদুর রহমান গত মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে অষ্টম শ্রেণির এক ছাত্রীকে তার অফিস কক্ষে ডেকে নেয়। এ সময় সে ওই ছাত্রীর সাথে আপত্তিকর আচরণ করে এবং শ্লীলতাহানির চেষ্টা করে। অন্য শিক্ষার্থীদের চেষ্টায় ওই ছাত্রী রক্ষা পায়। পরের দিন ওই ছাত্রী প্রধান শিক্ষকের কাছে এ বিষয়ে লিখিত অভিযোগ করে।

বৃহস্পতিবার প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা ওই প্রতিষ্ঠানের সভাপতি ও নাওডোবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কার্যালয়ে গিয়ে বিক্ষোভ করে। পরে বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি অভিযুক্ত মাসুদুর রহমানকে এক মাসের জন্য সাময়িক বরখাস্ত করে এবং ঘটনাটি তদন্ত করার জন্য ৬ সদস্যর তদন্ত কমিটি গঠন করে।
রোববার (৪ জুন) প্রতিষ্ঠানটির সকল শিক্ষার্থী শ্রেণিকক্ষ থেকে বের হয়ে মাঠে বিক্ষোভ মিছিল শুরু করে। পরে তারা নাওডোবা বাজারে বিক্ষোভ মিছিল করে। আন্দোলনরত শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে দুপুরে পদ্মা সেতু দক্ষিণ থানা ঘেরাও করে।

এ সময় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান শিক্ষার্থীদের এ বিষয়ে লিখিত অভিযোগ দিতে বলেন। তিনি অভিযুক্তকে গ্রেপ্তারের আশ্বাস দিল শিক্ষার্থীরা ক্যাম্পাসে ফিরে যায়।

ভুক্তভোগী শিক্ষার্থী বলেন, গত মঙ্গলবার সকালে স্কুলে আসলে মাসুদ স্যার আমাকে কক্ষের ভেতরে ডাকেন। আমি বুঝতে পারিনি তিনি আমার সাথে এমন আচরণ করবেন। তার এমন আচরণে আমি ভয় পেয়ে যাই। চিৎকার করলে অন্য শিক্ষার্থীরা ছুটে আসে।

দশম শ্রেণির শিক্ষার্থী ইভা আক্তার ও নবম শ্রেণির শিক্ষার্থী আন্না আক্তার জানায়, শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদে আমরা পড়ালেখা করতে চাই। আমার বোনের সাথে যে আচরণ করা হয়েছে তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই। তার শাস্তি ও বিদ্যালয় থেকে স্থায়ী বরখাস্ত না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব।

আমজাদিয়া একাডেমির প্রধান শিক্ষক মোহাম্মদ জিয়া বলেন, এক শিক্ষার্থী আমাদের অফিস সহকারীর বিরুদ্ধে শ্লীলতাহানির লিখিত অভিযোগ করেছে। ওই অভিযোগের বিষয়ে ৬ সদস্যর তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আর অভিযুক্ত অফিস সহকারী মাসুদুর রহমানকে এক মাসের জন্য সাময়িক বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে তাকে স্থায়ীভাবে বরখাস্ত করা হবে। আন্দোলনরত শিক্ষার্থীদের বিষয়টি বুঝিয়ে শ্রেণিকক্ষে ফিরিয়ে আনার চেষ্টা করছি।

পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেন, আমজাদিয়া একাডেমির এক শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগের বিষয় মৌখিকভাবে শুনেছিলাম। রোববার শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে থানার ক্যাম্পাসে এসেছিল। তাদের পরামর্শ দিয়েছি লিখিত অভিযোগ দেওয়ার জন্য। অভিযুক্তকে গ্রেপ্তারের আশ্বাস দিলে তারা থানা ক্যাম্পাস ছেড়ে যায়। লিখিত অভিযোগ পেলে আমরা ব্যবস্থা নেব।


পাঠকের মন্তব্য দেখুন
আগের নিয়মে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে গ্রন্থাগারিক নিয়োগের দাবি - dainik shiksha আগের নিয়মে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে গ্রন্থাগারিক নিয়োগের দাবি শিক্ষা উপদেষ্টার সঙ্গে বিশ্ব ব্যাংকের প্রতিনিধিদের সাক্ষাৎ - dainik shiksha শিক্ষা উপদেষ্টার সঙ্গে বিশ্ব ব্যাংকের প্রতিনিধিদের সাক্ষাৎ মাদকের গডফাদারদের ধরার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার - dainik shiksha মাদকের গডফাদারদের ধরার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার শিক্ষা প্রশাসনে বদলি আতঙ্কে নাহিদ-দীপু সিন্ডিকেটের ৯২ কর্মকর্তা - dainik shiksha শিক্ষা প্রশাসনে বদলি আতঙ্কে নাহিদ-দীপু সিন্ডিকেটের ৯২ কর্মকর্তা দীপু মনি-রতন সিন্ডিকেটের ফিরোজই শিক্ষা অধিদপ্তরের এ ডি! - dainik shiksha দীপু মনি-রতন সিন্ডিকেটের ফিরোজই শিক্ষা অধিদপ্তরের এ ডি! বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই পক্ষের হাতাহাতি, সভা পণ্ড - dainik shiksha বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই পক্ষের হাতাহাতি, সভা পণ্ড শিক্ষকদের বদলির বিষয়ে সর্বশেষ - dainik shiksha শিক্ষকদের বদলির বিষয়ে সর্বশেষ অগ্রসর সমাজ তৈরির লক্ষ্যই বাষট্টির শিক্ষা আন্দোলন - dainik shiksha অগ্রসর সমাজ তৈরির লক্ষ্যই বাষট্টির শিক্ষা আন্দোলন দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে please click here to view dainikshiksha website Execution time: 0.0023281574249268