ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে শিক্ষকের বরখাস্তের দাবি

দৈনিক শিক্ষাডটকম প্রতিবেদক |

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ছাত্রীকে শ্লীলতাহানি ও কুপ্রস্তাব দেয়ার অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা।

বুধবার (২৮ আগস্ট) দুপুরে উপজেলার সোনাহাট দ্বিমুখী উচ্চবিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

শিক্ষার্থীদের অভিযোগ বিদ্যালয়টির বিএসসি শিক্ষক মঞ্জুরুল আলম দশম শ্রেণির এক ছাত্রীর শ্লীলতাহানিসহ কুপ্রস্তাব দিয়ে আসছেন। তার বরখাস্তসহ বিচারের দাবিতে বিক্ষোভ করেন তারা।

বিক্ষোভের অংশ হিসেবে বুধবার দুপুরে শিক্ষার্থীরা বিদ্যালয় হতে একটি মিছিল বের করে সোনাহাট স্থলবন্দর সড়কের কলেজ মোড় ঘুরে বিদ্যালয় মাঠে এসে পুনরায় জড়ো হন। এ সময় অভিযুক্ত শিক্ষকের বরখাস্ত ও বিচার দাবিতে বিক্ষোভ করেন। পরে হয়রানির শিকার ছাত্রী প্রধান শিক্ষক বরাবর একটি লিখিত অভিযোগ দেন।

  

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, ওই বিদ্যালয়ের বিএসসি শিক্ষক মঞ্জুরুল আলম দশম শ্রেণির ছাত্রীদের প্রাইভেট পড়াতেন। প্রাইভেট পড়ানোর সময় ওই ছাত্রীকে দীর্ঘদিন থেকে বিভিন্ন কুরুচিপূর্ণ আকার-ইঙ্গিত করে আসছেন তিনি। গত ২৪ জুন তাকে সরাসরি কুপ্রস্তাব দেন এবং ছাত্রীর হাত ধরে টানাটানি করেন ।

পরবর্তীতে ওই ছাত্রী বিষয়টি তার সহপাঠীদের কাছে বললে তা ক্ষোভে পরিণত হয়। এর প্রেক্ষিতে তার বিরুদ্ধে বিক্ষোভ ও মিছিল হয়। এ সময় বিদ্যালয় ছেড়ে অভিযুক্ত শিক্ষক মঞ্জুরুল আলম আত্মগোপনে চলে যান।

অভিযুক্ত শিক্ষক মঞ্জুরুল আলমের বক্তব্য জানতে তার ফোনে কয়েকবার ফোন দিলে সেটি বন্ধ পাওয়া যায়। ফলে তার বক্তব্য পাওয়া যায়নি।

সোনাহাট দ্বিমুখী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর হোসেন জানান, বিএসসি শিক্ষক মঞ্জুরুল আলমের বিরুদ্ধে একটি অভিযোগ পেয়েছি। বিদ্যালয়ের বর্তমান সভাপতির সঙ্গে কথা বলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিদ্যালয়টির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম ফেরদৌস জানান, ওই ছাত্রী প্রধান শিক্ষক বরাবর একটি অভিযোগ দিয়েছেন। প্রধান শিক্ষককে তদন্ত করে রিপোর্ট দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। রিপোর্ট পেলে সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।


পাঠকের মন্তব্য দেখুন
পিকনিকের বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আইইউটির ৩ ছাত্রের মৃত্যু - dainik shiksha পিকনিকের বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আইইউটির ৩ ছাত্রের মৃত্যু অনার্স কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শ্রেণি বাদ দেয়া উচিত - dainik shiksha অনার্স কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শ্রেণি বাদ দেয়া উচিত ভিকারুননিসা নূন স্কুলে ১ম থেকে ৯ম শ্রেণিতে ভর্তি বিজ্ঞপ্তি - dainik shiksha ভিকারুননিসা নূন স্কুলে ১ম থেকে ৯ম শ্রেণিতে ভর্তি বিজ্ঞপ্তি প্রাথমিকে ২০ হাজার শিক্ষকের পদ সৃষ্টি হচ্ছে - dainik shiksha প্রাথমিকে ২০ হাজার শিক্ষকের পদ সৃষ্টি হচ্ছে স্কুল শিক্ষাকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত বর্ধিত করা উচিত - dainik shiksha স্কুল শিক্ষাকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত বর্ধিত করা উচিত নতুন পাঠ্য বইয়ে থাকছে শহীদ আবু সাঈদ ও মুগ্ধের বীরত্বগাথার গল্প - dainik shiksha নতুন পাঠ্য বইয়ে থাকছে শহীদ আবু সাঈদ ও মুগ্ধের বীরত্বগাথার গল্প শিক্ষাক্ষেত্রে আমরা পিছিয়ে আছি - dainik shiksha শিক্ষাক্ষেত্রে আমরা পিছিয়ে আছি ইএফটিতে বেতন দিতে এমপিও আবেদনের সময় এগোলো - dainik shiksha ইএফটিতে বেতন দিতে এমপিও আবেদনের সময় এগোলো কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে কওমি মাদরাসা একটি অসমাপ্ত প্রকাশনার কপিরাইট সত্ত্ব পেলেন লেখক - dainik shiksha কওমি মাদরাসা একটি অসমাপ্ত প্রকাশনার কপিরাইট সত্ত্ব পেলেন লেখক দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে গুচ্ছভুক্ত ২৪ বিশ্ববিদ্যালয়ে পঞ্চম পর্যায়ের ভর্তি আজকের মধ্যে - dainik shiksha গুচ্ছভুক্ত ২৪ বিশ্ববিদ্যালয়ে পঞ্চম পর্যায়ের ভর্তি আজকের মধ্যে please click here to view dainikshiksha website Execution time: 0.003497838973999