গাজীপুরের কাপাসিয়া উপজেলায় কপালেশ্বের হাইস্কুলের দুই শিক্ষার্থীকে উত্যক্ত করার অভিযোগে এক যুবককে তিন মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। রোববার দুপুরে কাপাসিয়া উপজেলা ভূমি কমিশনার (এসিল্যান্ড) মো. নাজমুল হোসাইন ওই ভ্রামম্যান আদালত পরিচালনা করে তাকে কারাদণ্ড দেন।
দণ্ডিত রনি (২১) কাপাসিয়া উপজেলার কপালেশ্বর গ্রামের মো. মোস্তফার ছেলে। তার বিরুদ্ধে আগেও ছাত্রীদের উত্যক্ত করার অভিযোগ ছিলো। ইতোপূর্বেও ভ্রাম্যমান আদালতে তিনি দন্ডিত হয়েছেন।
কাপাসিয়া থানার ওসি আবুল ফজল মোহাম্মদ (এএফএম) নাসিম বিষয়টি নিশ্চিত করে জানান, রোববার সকাল সাড়ে ১১টার দিকে কপালেশ্বর হাইস্কুলের দুই শিক্ষার্থী স্কুল লাগোয়া বাজারে টিফিন করতে গেলে বখাটে রনি তাদের উত্যক্ত করতে থাকে। এসময় শিক্ষার্থীদের চিৎকারে স্থানীয়রা রনিকে আটক করে পুলিশে খবর দেয়। পরে সেখানে গিয়ে রনিকে আটক করে ভ্রাম্যমাণ আদালত পরিচালত হয়। দুপুরে কাপাসিয়া উপজেলা ভূমি কমিশনার (এসিল্যান্ড) মো. নাজমুল হোসাইন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে রনিকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন এবং তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।