ছাত্রীদের দীর্ঘক্ষণ দাঁড় করিয়ে রেখে শিক্ষা ক্যাডার অধ্যক্ষকে সংবর্ধনা

খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি |

কুষ্টিয়ার খোকসা সরকারি ডিগ্রি কলেজের নবাগত অধ্যক্ষ বি সি এস সাধারণ শিক্ষা ক্যাডার কর্মকর্তা আব্দুল লতিফকে ব্যতিক্রমী সংবর্ধনা দিয়েছে কলেজ প্রশাসন। বুধবার সরকারি ছুটির দিন মোটরসাইকেল শোভযাত্রাসহ তাঁকে ক্যাম্পাসে নিয়ে আসা হয়।

এ সময় নবাগত অধ্যক্ষকে ফুল ছিটিয়ে বরণ করিয়ে নেয়া হয় ছাত্রীদের দ্বারা। এ জন্য ছাত্রীদের প্রায় এক ঘণ্টা দাঁড় করিয়ে রাখা হয়। 

জানা যায়, সদ্য জাতীয়করণ হওয়া কলেজটির অধ্যক্ষ হিসেবে যোগ দিয়েছেন অধ্যাপক ড. আব্দুল লতিফ। এ উপলক্ষে সংবর্ধনার আয়োজন করে কলেজ প্রশাসন। কলেজ ছুটি থাকলেও তাঁকে বরণ করতে বাড়ি থেকে ছাত্রীদের ক্যাম্পাসে ডেকে আনা হয়। এরপর ক্যাম্পাসের ভেতরে সারিবদ্ধভাবে ফুলের ডালা হাতে প্রায় ঘণ্টা খানেক দাঁড়িয়ে থাকতে হয় তাদের।

  

এক পর্যায়ে মোটরসাইকেলবহর নিয়ে নাটকীয় কায়দায় ক্যাম্পাসে আসেন নতুন অধ্যক্ষ। পরে সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে থাকা শিক্ষার্থীরা তাঁকে ফুল ছিটিয়ে বরণ করে নেন। পরে অধ্যক্ষ তাঁর কক্ষে যান। সেখানে তিনি শিক্ষক-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন এবং কলেজের শিক্ষক-কর্মচারীদের নিয়ে বঙ্গুবন্ধুর ম্যুরালে শ্রদ্ধা জানান।    

এর আগে পাবনা এডওয়ার্ড কলেজে বিভাগীয় প্রধানের দায়িত্বে ছিলেন আব্দুল লতিফ। তিনি ১৬তম বিসিএস শিক্ষা ক্যাডারের কর্মকর্তা। ভারপ্রাপ্ত অধ্যক্ষ বেলাল উদ্দিনের স্থলাভিষিক্ত হলেন তিনি। 

একাধিক শিক্ষক জানান, শিক্ষার্থীদের দিয়ে কারও বরণ করার নিয়ম নেই। কিন্তু ভারপ্রাপ্ত অধ্যক্ষ সেই কাজটি করলেন। নতুন অধ্যক্ষও কোনটি আইনি আর কোনটি বেআইনি তা বিবেচনা করেননি।

তবে সংবর্ধনার আয়োজক ও সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ বেলাল উদ্দিনের দাবি, এমন সংবর্ধনার নেপথ্যে রয়েছেন কিছু অতি উৎসাহী শিক্ষক।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাজমুল হক বলেন, তিনি এ ধরনের সংবর্ধনা কখনও দেখেননি। ঘটনাটি আইনসিদ্ধ কিনা তা জানা নেই।   


পাঠকের মন্তব্য দেখুন
ইউএনওর ‘মানসিক নির্যাতনে’ শিক্ষকের মৃত্যুর অভিযোগ - dainik shiksha ইউএনওর ‘মানসিক নির্যাতনে’ শিক্ষকের মৃত্যুর অভিযোগ শিক্ষা ক্যাডারে পদোন্নতির সভা ১৮ সেপ্টেম্বর - dainik shiksha শিক্ষা ক্যাডারে পদোন্নতির সভা ১৮ সেপ্টেম্বর সেই অভিযুক্ত রেবেকাই এবার মাউশি ঢাকার ডিডি! - dainik shiksha সেই অভিযুক্ত রেবেকাই এবার মাউশি ঢাকার ডিডি! নাহিদ-দীপুর ঘনিষ্ঠ ব্যক্তিই মাউশি অধিদপ্তরের ডিজি হচ্ছেন! - dainik shiksha নাহিদ-দীপুর ঘনিষ্ঠ ব্যক্তিই মাউশি অধিদপ্তরের ডিজি হচ্ছেন! শিক্ষাপ্রতিষ্ঠানে ডেঙ্গু প্রতিরোধে কী ব্যবস্থা নেয়া হয়েছে- জানতে চায় অধিদপ্তর - dainik shiksha শিক্ষাপ্রতিষ্ঠানে ডেঙ্গু প্রতিরোধে কী ব্যবস্থা নেয়া হয়েছে- জানতে চায় অধিদপ্তর এক ফ্যাসিস্টকে দেশ ছাড়া করেছি অন্যকে সুযোগ দেয়ার জন্য নয়: সারজিস - dainik shiksha এক ফ্যাসিস্টকে দেশ ছাড়া করেছি অন্যকে সুযোগ দেয়ার জন্য নয়: সারজিস কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0070650577545166