ঝালকাঠিতে অষ্টম শ্রেণির এক ছাত্রীর বাল্যবিয়ের আয়োজন করায় দুই পক্ষের অভিভাবককে ৮০ হাজার টাকার জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় ওই ছাত্রীর বিয়ে বন্ধ করে দেয়া হয়। গতকাল সোমবার রাতে শহরতলীর বাসন্ডা গ্রামে এ ঘটনা ঘটে। সদর উপজেলা ভূমি কর্মকর্তা রিফাত আরা মৌরির আদালত এ দণ্ড দেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, রাতে অষ্টম শ্রেণিতে পড়ুয়া ওই ছাত্রীর বিয়ের আয়োজন চলছিলো। খবর পেয়ে ভ্রাম্যামাণ আদালত অভিযান চালায়। অভিযানে বন্ধ করে দেয়া হয় বিয়ের সব আয়োজন। বর ও কনে পক্ষকে ৪০ হাজার টাকা করে মোট ৮০ হাজার টাকা করে জরিমানা করে তা আদায় করা হয়।
ছাত্রীটির বয়স ১৮ বছর না হওয়া পর্যন্ত বিয়ের না দেয়ার প্রতিশ্রুতিতে অভিভাবকের মুচলেকাও নেয়া হয় বলেও ভ্রাম্যমাণ আদালত জানায়।