নওগাঁর মান্দায় ছাত্রীর সঙ্গে অশালীন আচরণের অভিযোগে সহকারী শিক্ষক মখলেছুর রহমানকে বরখাস্ত করা হয়েছে। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সিদ্দীক মোহাম্মদ ইউসুফ রেজা স্বাক্ষরিত আদেশে থেকে তাকে সাময়িক বরখাস্ত করা হয়। বৃহস্পতিবার দৈনিক শিক্ষাডটকমকে বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিস্ট ক্লাস্টারের সহকারী শিক্ষা অফিসার শরিফুল ইসলাম।
বরখাস্ত হওয়া শিক্ষক মকলেছুর রহমান উপজেলার কয়লাবাড়ি গ্রামের বাসিন্দা। তিনি চলতি বছরের জানুয়ারি মাস থেকে নহলা কালুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে কর্মরত ছিলেন।
এর আগে ছাত্রীর সঙ্গে অশালীন আচরণের অভিযোগে নুরুল্লাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে তাকে বাথইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শাস্তিমূলক বদলি করা হয়েছিলো।
ভুক্তভোগী ওই ছাত্রীর বাবা জানান, বেশ কিছুদিন ধরে আমার মেয়ের সঙ্গে অশালীন আচরণ করছিলেন শিক্ষক মকলেছুর রহমান। বিষয়টি বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ পরিচালনা কমিটির সদস্যদের জানানোর পরও তার আচরণের পরিবর্তন হয়নি। অবশেষে প্রতিকার চেয়ে প্রধান শিক্ষকের কাছে অভিযোগ করেছিলাম।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহেব আলী দৈনিক শিক্ষাডটকমকে বলেন, শিক্ষক মখলেছুর রহমানের আচার-আচরণ সন্তোষজনক ছিলো না। তাকে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করে ব্যর্থ হয়েছি। পরে ছাত্রীর বাবা গত ১৪ মার্চ আমার কাছে লিখিত অভিযোগ করেন। অভিযোগপত্রটি যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে উপজেলা শিক্ষা অফিসারের কাছে পাঠানো হয়। বৃহস্পতিবার তাকে সাময়িক বরখাস্ত সংক্রান্ত একটি পত্র পেয়েছি।
মান্দা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবুল বাশার শামসুজ্জামান দৈনিক শিক্ষাডটকমকে বলেন, ভুক্তভোগী ছাত্রীর বাবার অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্তের জন্য সংশ্লিষ্ট ক্লাস্টারের সহকারী শিক্ষা কর্মকর্তা শরিফুল ইসলামকে দায়িত্ব দেয়া হয়। তিনি তদন্ত করে অভিযোগের সত্যতা পাওয়ার পর একটি প্রতিবেদন দাখিল করেন। এরপর সেটি জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কাছে পাঠানো হয়। পরে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা মোতাবেক শিক্ষক মকলেছুর রহমানকে ১০ মে থেকে সাময়িক বরখাস্ত করেন জেলা শিক্ষা অফিসার।