শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রীদের জরায়ুমুখের ক্যান্সার প্রতিরোধে বিনামূল্যে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি) টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে ২৪ অক্টোবর। এবার ঝালকাঠির শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ছাত্রীসহ ৩২ হাজার ৪৫২ কিশোরী।
বুধবার সকালে জেলা সিভিল সার্জন কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ সম্মেলনে সিভিল সার্জন ডা. এইচএম জহিরুল ইসলাম মূল ধারণাপত্র উপস্থাপন করেন।
তিনি জানান, এবার ঝালকাঠি জেলায় ৯৪০টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৫ম থেকে ৯ম শ্রেণি ও সমমানের ৩১ হাজার ৩৬১ ছাত্রীকে এবং শিক্ষাপ্রতিষ্ঠানের বাইরের ১০ থেকে ১৪ বছর বয়সী ১ হাজার ৯১ কিশোরীকে এ টিকা দেয়া হবে।
এ সময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিক্যাল অফিসার ডা. মোস্তাফিজুর রহমান, ইউনিসেফ নিয়োজিত ডা. আহসান, ডা. সানিয়াত চৌধুরী, প্রেসক্লাব সভাপতি কাজী খলিলুর রহমানসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
সিভিল সার্জন ডা. এইচএম জহিরুল ইসলাম জানান, কিশোরীদের জরায়ুমুখে ক্যান্সার প্রতিরোধে ২৪ অক্টোবর থেকে ২৪ নভেম্বর পর্যন্ত মাসব্যাপী টিকা দেয়া হবে। টিকা গ্রহণকারীদের জন্মসনদের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হবে। এটি অত্যন্ত উন্নত মানের তাই দামও বেশি। বাজারের ফার্মেসিতেও এটি সহজলভ্য না। এ টিকা গ্রহণে তেমন পার্শ্বপ্রতিক্রিয়া নেই।