জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক শিক্ষার্থী ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের সিএন্ডবি এলাকায় ছিনতাইয়ের শিকার হয়েছেন। মঙ্গলবার (১৩ জুন) সন্ধ্যা সাতটায় এ ঘটনা ঘটে। এতে শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে প্রায় এক ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখে।
ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, রিকশায় করে সাভার থেকে ক্যাম্পাসে ফিরছিলেন শান্ত জাবালী ও তার বান্ধবী। সিএন্ডবি এলাকার ওভারব্রিজ পার হলে ঝোপের আড়াল থেকে তিনজন ছিনতাইকারী চাপাতি নিয়ে অতর্কিত আক্রমণ চালায়। আক্রমণ ঠেকাতে গেলে শান্ত’র হাত কেটে যায়। তাদের কাছে থাকা মোবাইল ও মানিব্যাগ ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা।
ভুক্তভোগী শান্ত জাবালী বলেন, সন্ধ্যার একটু আগে আমি সাভার থেকে একটি ব্যাটারিচালিত রিকশা নিয়ে বিশ্ববিদ্যালয়ে ফিরছিলাম। মীর মশাররফ হল গেইটের কাছাকাছি আসলে তিন ছিনতাইকারী আমাদের আক্রমণ করে। এসময় তারা চাপাতি ধরে আমার পকেট থেকে মানিব্যাগ ও মোবাইল ছিনিয়ে নেয়। এসময় ক্যাম্পাসের একটি বাস চলে আসে। বাসে থাকা সবাই সাহায্যের জন্য দৌড়ে আসলে ছিনতাইকারীরা রাস্তার অপর পাশে পালিয়ে যায়।
এদিকে ঘটনার পর শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে। এতে মহাসড়কে প্রায় দুই কিলোমিটারের বেশি এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়।
এসময় শিক্ষার্থীরা ৪৮ ঘণ্টার মধ্যে ছিনতাইকারীদের আটক, সিএন্ডবি এলাকায় ওয়াচ টাওয়ার বসানো এবং ছিনতাইপ্রবণ এলাকায় পুলিশ টহল বাড়ানো- এই তিন দফা দাবি জানায়। এছাড়া সন্দেহভাজন হিসেবে রিকশাওয়ালাকে পুলিশের হাতে তুলে দেয় শিক্ষার্থীরা।
অবরোধকালে আশুলিয়া ও সাভার হাইওয়ে থানার ওসি ঘটনাস্থলে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের আশ্বস্ত করার চেষ্টা করেন। দাবি মেনে নিয়ে সন্দেহভাজন রিকশাওয়ালাকে সাভার থানায় প্রেরণ করা হলে রাত ১০টার দিকে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়।[iniside-ad]
আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান বলেন, আজ থেকে বিকাল ৫টা থেকে ভোর ৫টা পর্যন্ত চেকপোস্ট থাকবে। একটা হবে সিএন্ডবি থেকে মীর মশাররফ হলের মাঝখানে, আরেকটা মীর মশাররফ হল গেট থেকে প্রান্তিক গেইটের মাঝে স্থাপন করা হবে। ৪৮ ঘণ্টার মধ্যে জড়িতদের আটক করার ব্যবস্থা করা হবে।
সাভার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিজুল হক বলেন, সাভার হাইওয়ে থানা থেকে নিয়মিতভাবে টহল চলে। এরপরও এমন ছিনতাইয়ের ঘটনা অনাকাঙ্ক্ষিত। আমরা টহল আরও জোরদার করবো।